আরও পড়ুন: সেটেই ফাটল বোমা! ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত সঞ্জয় দত্ত
কার্ড পাঞ্চ করে দরজা খুলতেই বিছানার উপর একটি কুমিরকে বসে থাকতে দেখা যায়। সেটি জুলজুল করে তাকিয়ে আছে সিদ্ধার্থের দিকে। ঘর অন্ধকার। ফলে সবটা ভাল করে দেখা যাচ্ছে না। তার পরেই ঘরের আলো জ্বালান নায়ক। ভয়ের ঘটনাটি হাস্যাস্পদ হয়ে যায়। কিন্তু প্রথমবার যে ততটাও হাস্যকর ছিল না, তা বোঝা গেল সিদ্ধার্থের ভিডিওর ক্যাপশনে। যেখানে লেখা, ‘হোটেলকর্মীরা নিজেদের শিল্পকর্মকে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে যা হয়। ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল আমার।’
advertisement
ভিডিওতে দেখা যায়, কুমিরটি আদতে কৃত্রিম। ঘর সাজানোর জন্য তোয়ালে দিয়ে ওরকম নিখুঁত কুমির বানানো হয়েছে। সেটা বসিয়ে রাখা হয়েছে বিছানার উপর। ঠিক যেভাবে হাঁস বানানো হয় তোয়ালে দিয়ে। অতিথিকে আহ্বান জানানোর এক পদ্ধতি। কিন্তু সিদ্ধার্থের ক্ষেত্রে ভয়ানক ঘটনায় পরিণত হয়েছে এই আহ্বান-পদ্ধতি।
মরাঠি ইন্ডাস্ট্রির একাধিক ছবি এবং মেগা সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ৩১ বছরের নায়ক সিদ্ধার্থ। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘ঝিম্মা’, ‘মিস ইউ মিস্টার’, ‘গুলাবজাম’, ‘সিটি অফ ড্রিমস’ ইত্যাদি। এ ছাড়া ভ্রমণপিপাসু হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে নায়কের।