TRENDING:

Siddharth Chandekar Finds Crocodile: হোটেলের দরজা খুলতেই বিছানায় কুমির! সিদ্ধার্থর ভয়ানক ভিডিওয়ে শিউরে উঠেছে নেটপাড়া

Last Updated:

Siddharth Chandekar Finds Crocodile: কার্ড পাঞ্চ করে দরজা খুলতেই বিছানার উপর একটি কুমিরকে বসে থাকতে দেখা যায়। সেটি জুলজুল করে তাকিয়ে আছে সিদ্ধার্থের দিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: স্ত্রীর সঙ্গে ভ্রমণে গিয়ে ভয়াবহ ঘটনার সম্মুখীন সিদ্ধার্থ চন্দেকর। শিউরে ওঠার মতো অবস্থা নেটিজেনদেরও। হোটেলের ঘরের দরজা খুলতেই ভয়ে কেঁপে উঠেছিলেন সিদ্ধার্থ। কী ঘটেছিল সেই ঘরে? ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে নিজেই অভিজ্ঞতার কথা জানালেন মরাঠি অভিনেতা।
দরজা খুলেই কুমির দেখলেন সিদ্ধার্থ
দরজা খুলেই কুমির দেখলেন সিদ্ধার্থ
advertisement

আরও পড়ুন: সেটেই ফাটল বোমা! ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত সঞ্জয় দত্ত

কার্ড পাঞ্চ করে দরজা খুলতেই বিছানার উপর একটি কুমিরকে বসে থাকতে দেখা যায়। সেটি জুলজুল করে তাকিয়ে আছে সিদ্ধার্থের দিকে। ঘর অন্ধকার। ফলে সবটা ভাল করে দেখা যাচ্ছে না। তার পরেই ঘরের আলো জ্বালান নায়ক। ভয়ের ঘটনাটি হাস্যাস্পদ হয়ে যায়। কিন্তু প্রথমবার যে ততটাও হাস্যকর ছিল না, তা বোঝা গেল সিদ্ধার্থের ভিডিওর ক্যাপশনে। যেখানে লেখা, ‘হোটেলকর্মীরা নিজেদের শিল্পকর্মকে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে যা হয়। ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল আমার।’

advertisement

ভিডিওতে দেখা যায়, কুমিরটি আদতে কৃত্রিম। ঘর সাজানোর জন্য তোয়ালে দিয়ে ওরকম নিখুঁত কুমির বানানো হয়েছে। সেটা বসিয়ে রাখা হয়েছে বিছানার উপর। ঠিক যেভাবে হাঁস বানানো হয় তোয়ালে দিয়ে। অতিথিকে আহ্বান জানানোর এক পদ্ধতি। কিন্তু সিদ্ধার্থের ক্ষেত্রে ভয়ানক ঘটনায় পরিণত হয়েছে এই আহ্বান-পদ্ধতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

মরাঠি ইন্ডাস্ট্রির একাধিক ছবি এবং মেগা সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ৩১ বছরের নায়ক সিদ্ধার্থ। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘ঝিম্মা’, ‘মিস ইউ মিস্টার’, ‘গুলাবজাম’, ‘সিটি অফ ড্রিমস’ ইত্যাদি। এ ছাড়া ভ্রমণপিপাসু হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে নায়কের।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Siddharth Chandekar Finds Crocodile: হোটেলের দরজা খুলতেই বিছানায় কুমির! সিদ্ধার্থর ভয়ানক ভিডিওয়ে শিউরে উঠেছে নেটপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল