TRENDING:

Shruti Haasan Physical Condition : পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত শ্রুতি গুরুতর অবস্থায় হাসপাতালে? উত্তর দিলেন কমল-কন্যা নিজেই

Last Updated:

Shruti Haasan Physical Condition : ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি ৷ সেখানে দেখা যাচ্ছে তিনি সুস্থ এবং চনমনে অবস্থায় দিব্যি কথা বলছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এবং এন্ডোমেট্রিওসিসের মতো শারীরিক সমস্যার সঙ্গে তাঁর লড়াইয়ের কথা সম্প্রতি অনুরাগীদের জানিয়েছেন শ্রুতি হাসান ৷ সেইসঙ্গে কমল হাসান ও সারিকার কন্যা দূর করেছেন তাঁর শারীরিক সমস্যা নিয়ে ছড়িয়ে পড়া গুজবও৷ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি ৷ সেখানে দেখা যাচ্ছে তিনি সুস্থ এবং চনমনে অবস্থায় দিব্যি কথা বলছেন ৷
Shruti Haasan
Shruti Haasan
advertisement

ভিডিওতে শ্রুতি বলেন তিনি হায়দরাবাদ থেকে ভিডিও শ্যুট করছেন ৷ কিছু দিন আগেই যে তিনি পলিসিস্টিক ওভারি সংক্রান্ত সমস্যায় কষ্ট পান, সে কথাও জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘বহু মহিলা এই সমস্যায় কষ্ট পান ৷ হ্যাঁ এই কষ্ট বেশ চ্যালেঞ্জিং ৷ কিন্তু তার মানে এই নয় যে আমার অবস্থা গুরুতর ৷’’ তাঁর পোস্টকে বিকৃত করে নেতিবাচক খবর প্রচার করা হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর ৷ তিনি হাসপাতালে ভর্তি, এমন গুজবও ছড়িয়েছে৷ সেই গুঞ্জন নস্যাৎ করে শ্রুতি জানান, তিনি দিব্যি ভাল আছেন ৷ এবং বেশ কয়েক বছর ধরেই তিনি এই সমস্যায় আক্রান্ত ৷

advertisement

আরও পড়ুন : এ রকম নিষ্ঠুর মৃত্যু যেন আর দেখতে না হয়, কন্যাসমা মহুয়ার মৃত্যুতে বলেন তরুণ মজুমদার

কিছু দিন আগে শ্রতি তাঁর শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছিলেন ৷ সেখানে তিনি বলেন হরমোনাল ডিসঅর্ডারে আক্রান্ত তিনি ৷ ৩৬ বছর বয়সি অভিনেত্রী জানান, তিনি উপযুক্ত খাবার ডায়েটে খাচ্ছেন ৷ পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন ৷ নিজের পোস্টে তিনি লেখেন, পিসিও এবং এন্ডোমেট্রিওসিসের সমস্যায় তিনি কষ্ট পাচ্ছেন ৷ তাঁর কথায় মহিলামাত্রই জানেন এই সমস্যায় আক্রান্ত হলে কী হয় ৷ তবে এই সমস্যাকে বড় করে না দেখে শ্রুতির পরামর্শ তাঁর মতো শরীরচর্চা করার ৷ তাঁর শরীর ভাল না থাকলেও মন যে দিব্যি আছে, সেকথাও স্পষ্ট জানান তিনি ৷ প্রসঙ্গত এই ভিডিও পরই তাঁকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে ৷

advertisement

আরও পড়ুন : আমি কোথায় দু’বার ভালবাসা কথাটা ব্যবহার করেছি? করেছেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ’

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

শারীরিক সমস্যায় তাঁর জীবনের ছন্দ কিছুটা বিঘ্নিত হলেও শ্রুতির কাছে কাজের অভাব নেই ৷ প্রশান্ত নীলের ‘সালার’, ‘এনবিকে ১০৭’ ছবিতে তাঁর অভিনয় করার কথা ৷ অভিনয় করবেন নন্দমুরি বালকৃষ্ণ এবং ওয়াল্টেয়ার বীরায়ার সঙ্গে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shruti Haasan Physical Condition : পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত শ্রুতি গুরুতর অবস্থায় হাসপাতালে? উত্তর দিলেন কমল-কন্যা নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল