দেশের মাটি-তে এখন দেখানো হচ্ছে রাজার বিয়ে। রাজার বিয়ে তো হচ্ছে কিন্তু পাত্রী মাম্পি নয়। অন্য পাত্রীর সঙ্গে রাজার বিয়ের কথা চললেও, বোঝাই যাচ্ছে বিয়েটা আসলে মাম্পির সঙ্গেই হবেই। কারণ মাম্পি রাজা একে অপরকে ভালোবাসে। রাজাকে মিথ্যে চক্রান্তে ফাঁসানো হচ্ছে। এসব কিছু নিয়ে বেশ জমজমাট 'দেশের মাটি' ধারাবাহিক।
এদিকে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টগ্রামে বেশ অ্যাক্টিভ শ্রুতি দাস। রুকমাও অনেক কিছুই শেয়ার করেন ইনস্টাতে। তবে শ্রুতির শেয়ার করা প্রায় সব ভিডিয়োই মুহূর্তে ভাইরাল হয়। রুকমা এবং শ্রুতি খুব ভালো বন্ধু। কিন্তু একি শেষে কিনা রুকমাকেই সবার সামনে চড় মারলেন শ্রুতি? এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়। তবে ভিডিওটি মজা করে বানানো হয়েছে। সেখানে শ্রুতি বলছেন , 'মেয়েরা এমনিই রানির মতো লাগে'। আর রুকমা বলছেন, 'হ্যাঁ, আর মেক-আপ তোলার পর নকরানি লাগে'। ব্যস এই কথা শুনেই চড় কষালেন শ্রুতি দাস। যদিও পুরো ভিডিওটাই একটা মজার রিল ভিডিও। যা এখন ভাইরাল। মাঝে মধ্যেই মেক-আপ রুম থেকে এমন মজার ভিডিও শেয়ার করেন নোয়া ও মাম্পি। পর্দার মতোই বাস্তবেও খুনসুটিতে ভরা এই দুইয়ের জুটি।