অ্যানিম্যাল অভিনেতা সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, শ্রেয়সের অসুস্থতার খবর পেয়ে ববি তাঁর স্ত্রীর কাছ থেকে অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। ববিকে শ্রেয়সের স্ত্রী তাঁর অসুস্থতা সম্পর্ক বিশদে জানিয়েছিলেন।
advertisement
ববির কথায়,‘‘আমি ওঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। উনি অত্যন্ত কষ্টে ছিলেন। ওঁর(শ্রেয়স) হার্ট ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এখন অবশ্য সুস্থ আছেন উনি। আমি প্রার্থনা করব যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’’
প্রসঙ্গত অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’ ছবির শ্যুট করেছিলেন শ্রেয়স। তিনি সারাদিন শ্যুট করেছেন, একেবারে সুস্থ ছিলেন এবং সেটে সবার সঙ্গে মজাও করেন। বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যেরও শ্যুট করেন তিনি।শ্যুটিং শেষ করে তিনি বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে জানান যে, তিনি একটা অস্বস্তি বোধ করছেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে অবস্থা আরও খারাপ হয়। তবে, বর্তমানে সুস্থ আছেন অভিনেতা। তাঁর অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হয়েছে।