Tollywood Actress: ‘গায়ে হলুদ’ ‘মুন্নি’র? সৌরভ-দর্শনার পর এবার কি বিয়ের পিঁড়িতে সুকান্ত-অনন‍্যা? নতুন ছবিতে জল্পনা বাড়ালেন তারকা

Last Updated:

সম্প্রতি হলুদ শাড়ি পরে সোশ‍্যাল মিডিয়ার পাতায় একটি ছবি পোস্ট করেন অনন‍্যা। ক‍্যাপশনে প্রথমে লেখা ‘গায়ে হলুদ’।


‘গায়ে হলুদ’ ‘মুন্নি’র? সৌরভ-দর্শনার পর এবার কি বিয়ের পিঁড়িতে সুকান্ত-অনন‍্যা? নতুন ছবিতে জল্পনা বাড়ালেন তারকা
‘গায়ে হলুদ’ ‘মুন্নি’র? সৌরভ-দর্শনার পর এবার কি বিয়ের পিঁড়িতে সুকান্ত-অনন‍্যা? নতুন ছবিতে জল্পনা বাড়ালেন তারকা
একের পর এক বিয়ে টলিপাড়ায়। সদ‍্য চারহাত এক হল সৌরভ-দর্শনার। কয়েকদিন আগে গাঁটছড়া বেঁধেছেন সন্দীপ্তা সেন এবং সৌম‍্য এবার কি সেই তালিকাতে যোগ হতে চলেছে আরও এক টলি-তারকার নাম?
টেলিপাড়ার চেনা মুখ অনন‍্যার পোস্ট ঘিরে তেমনই জল্পনা দেখা দিয়েছে। ছোটপর্দার জনপ্রিয় মুখ অনন‍্যা গুহ-র ‘গায়ে হলুদের’ ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে।
advertisement
সম্প্রতি হলুদ শাড়ি পরে সোশ‍্যাল মিডিয়ার পাতায় একটি ছবি পোস্ট করেন অনন‍্যা। ক‍্যাপশনে প্রথমে লেখা ‘গায়ে হলুদ’। হলুদ রঙের শাড়ি পরেছেন অনন্যা। সঙ্গে লাল রঙের ব্লাউজ। লজ্জায় লাল আভা ছড়িয়ে চোখে মুখে। কানে ঝোলা দুল পরে তাকে দেখাচ্ছে অপূর্ব। কিছুদিন আগেই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেছে পা রেখেছেন অনন‍্যা।
advertisement
এর মধ‍্যেই কি তাহলে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী? তবে ভুল ভেঙে দিয়েছেন অভিনেত্রী নিজেই। ক‍্যাপশানে গায়ে হলুদের পরই লেখা ‘আমার নয়’।
সুতরাং আপাতত বিয়ের সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন তিনি। তবে প্রেম নিয়ে কোনও রাখঢাক রাখেননি অনন‍্যা। প্রেমিক সুকান্ত দাসের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বেশ খোলামেলা। দু’জনে একসঙ্গে রিল বানান। তা নিমেষে ভাইরাল হয়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Actress: ‘গায়ে হলুদ’ ‘মুন্নি’র? সৌরভ-দর্শনার পর এবার কি বিয়ের পিঁড়িতে সুকান্ত-অনন‍্যা? নতুন ছবিতে জল্পনা বাড়ালেন তারকা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement