শিলাদিত্য ও শ্রেয়ার প্রথম সন্তানের জন্ম হয়েছে গত ২২ মে ৷ তার কিছু দিন পর নবাগতর সঙ্গে নেটিজেনদের পরিচয় করিয়ে দেন শ্রেয়া ৷ জানান, তার নাম রাখা হয়েছে ‘দেব্যান’ ৷ পরে দূর করেন ছেলের নামের বাংলা বানান নিয়ে বিভ্রান্তিও ৷ পাশাপাশি, মাতৃত্বের স্বাদ পাওয়ার পর শিল্পী ধন্যবাদ জানান তাঁর চিকিৎসককেও ৷ সামাজিক মাধ্যমে বলেন, চিকিৎসক তাঁর পরিবারেরই অংশ এখন ৷
advertisement
এর আগে, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে বিভিন্ন মুহূর্ত শ্রেয়া শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এক সপ্তাহ পরেই শ্রেয়া সামাজিক মাধ্যমে তাঁর সন্তানের জন্য ‘স্বাগত কেক’-এর ছবি শেয়ার করেন ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে কেকের ছবি শেয়ার করে শ্রেয়া ক্যাপশনে লেখেন, ‘আমাদের পুত্রসন্তানের জন্য স্বাগত-কেক৷’ সাদা নীল কেক সাজানো ছিল নানারকম টপিং দিয়ে ৷ শেফ মহেক মান্দলিকের তৈরি লোভনীয় এই আমের ফ্লেভারের কেকে মজেছিল নেটিজেনদের মন ৷
দাম্পত্যের ষষ্ঠ বছরে পৌঁছে সংসারে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন শ্রেয়া ও শিলাদিত্য ৷ এক দশকের প্রেমপর্বের পর ২০১৫ সালের ৫ জানুয়ারি বাল্যবন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া ৷ গত ৪ মার্চ শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি মা হতে চলেছেন ৷ ব্যক্তিগত পরিসরকে সাধারণত আড়ালেই রাখতে ভালবাসেন খ্যাতনামী এই সঙ্গীতশিল্পী ৷ তবে অন্তঃসত্ত্বাপর্বে শ্রেয়ার ভার্চুয়াল সাধভক্ষণের ছবি জনপ্রিয় হয়েছিল নেটমাধ্যমে ৷
শ্রেয়া-শিলাদিত্যর বাড়ির পোষ্য সারমেয় শার্লকও নেটিজেনদের মধ্যে খুব জনপ্রিয় ৷ বিশ্বস্ত ও অনুগত পোষ্যের ভিডিয়ো এর আগে শেয়ার করেছেন শ্রেয়া ৷ এ বার নেটমাধ্যম জানল, সদ্য প্রাপ্ত ‘দাদা’-র নতুন দায়িত্ব নিয়ে বেজায় ব্যস্ত তাদের শার্লক হোমস!