TRENDING:

Shreya Ghoshal: ষোড়শীর উপর ভরসা রাখার জন্য বনশালীকে কৃতজ্ঞতা শ্রেয়ার, দেবদাসস্মৃতিতে নস্টালজিক রাঘবও

Last Updated:

ষোড়শীর উপর ভরসা রেখেছিলেন সঞ্জয় লীলা বনশালী ৷ তাঁকে বিশেষ ভাবে ধন্যবাদ জানালেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই :  ১৯ বছর আগে তাঁর বয়স ছিল ১৬ ৷ সেই ষোড়শীর উপর ভরসা রেখেছিলেন সঞ্জয় লীলা বনশালী ৷ তাঁকে বিশেষ ভাবে ধন্যবাদ জানালেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ৷ স্মরণ করলেন বলিউডে তাঁর আত্মপ্রকাশের দিনটিকে ৷
advertisement

১২ জুলাই ছিল সেই বিশেষ দিন ৷ ২০০২-এর এই দিনই মুক্তি পেয়েছিল ‘দেবদাস’৷ দূরদর্শনে রিয়েলিটি শো-এ বাজিমাত করা কিশোরী টিনসেল টাউনে আত্মপ্রকাশ করেছিলেন ব্লকবাস্টার এই ছবিতে৷ যদিও সূত্রপাতে জানতেন না এই ছবি অনেক রেকর্ড ভেঙে দেবে ৷ শুধু জানতেন, তাঁর গান দৃশ্যায়িত হতে চলেছে ঐশ্বর্য রাই, মাধুরী দীক্ষিতের উপর ৷ আত্মবিশ্বাস ও সাহসে ভর করে নিজে সেরাটুকু উজাড় করে দিয়েছিলেন শ্রেয়া ৷ বাকিটা ইতিহাস ৷

advertisement

এর পর আরব সাগরের উপকূলে আছড়ে পড়েছে অবিরাম ঢেউ ৷ তার পারে নিজেকে ‘নবাগতা’ থেকে একটি ‘প্রতিষ্ঠানে’ রূপান্তরিত করেছেন শ্রেয়া ৷ ‘সিলসিলা হ্যায় চাহত কা’, ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গে পা রেখেছিলেন বিনোদন দুনিয়ায় ৷ আজ তাঁর নামের পাশে অসংখ্য সুপারহিট গান ৷

advertisement

প্রথম ছবি ‘দেবদাস’-এ ‘বৈরী পিয়া’ গানের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হন শ্রেয়া ৷ এর পরও একাধিকবার এই সম্মান লাভ করেছেন তিনি ৷ ‘পহেলী’-র ‘ধীরে জ্বলনা’, ‘জব উই মেট’-এর ‘ইয়ে ইশক হ্যায়’, ‘অন্তহীন’-এর ‘ফেরারি মন’, মরাঠি ছবি ‘জোগবা’-র ‘জিভ রাংলা’ গানও তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার ৷ এ ছাড়াও নামের পাশে যোগ হয়েছে আরও অসংখ্য সম্মান ৷

advertisement

শ্রেয়ার পোস্টের নীচে মন্তব্য এসেছে অসংখ্য ৷ লিখেছেন রাঘব চট্টোপাধ্যায়ও ৷ জানিয়েছেন, ‘দেবদাস’ তাঁরও বলিউডে প্রথম ছবিতে গান গাইবার অভিজ্ঞতা ৷ নেটিজেনদের মনে করিয়ে দিয়েছেন ছবির থিম সং তাঁরই গাওয়া ৷

‘দেবদাস’-এর মুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে নস্টালজিক রাঘব ও শ্রেয়া, দু’জনকেই ৷ স্মরণ-পোস্টে শ্রেয়া ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাবা মাকেও ৷ তাঁর কথায়, বাবা মা দিনরাত এক করে তাঁর পাশে ছিলেন ৷ তাঁদের জন্যই তিনি আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

নিজের পারিবারিক জীবন নিভৃত রাখতে পছন্দ করা শ্রেয়া জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও ৷ তাঁর দেবদাস পোস্ট ঘিরে ইতিমধ্যেই ভাললাগা ও ভালবাসার প্রতিক্রিয়া ছাপিয়ে গিয়েছে ৮৬ হাজার ৷ কয়েক হাজার মন্তব্যের পাশাপাশি শেয়ার করা হয়েছে ৯০০ বারেরও বেশি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreya Ghoshal: ষোড়শীর উপর ভরসা রাখার জন্য বনশালীকে কৃতজ্ঞতা শ্রেয়ার, দেবদাসস্মৃতিতে নস্টালজিক রাঘবও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল