TRENDING:

Shreya Ghoshal Parag Agarwal: শ্রেয়া ঘোষাল-পরাগ আগরওয়াল যোগ? গায়িকার সঙ্গে ট্যুইটার কর্তার মিষ্টি সম্পর্কের খোঁজ নেটপাড়ায়...

Last Updated:

দুটি পুরোনো ট্যুইট নিয়েই এবার তোলপাড় নেটদুনিয়া। দুই পুরনো বন্ধুকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নেটপাড়ায় কোনও কথাই চাপা থাকেনা। মুহূর্তে বেরিয়ে পরে পুরোনো বন্ধুত্বের খোঁজ। দুটি পুরোনো ট্যুইট নিয়েই এবার তোলপাড় নেটদুনিয়া। দুই পুরনো বন্ধুকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। নেটিজেনরা খোঁজ পেয়েছেন এই দুই ট্যুইটের। যার প্রথমটির প্রেরক পরাগ আগরওয়াল (Shreya Ghoshal Parag Agarwal)। ট্যুইটার সদ্য অভিষিক্ত সর্বময় কর্তা বা সিইও পরাগ। দ্বিতীয় ট্যুইট বার্তাটিও তাঁরই। আর এই দু’টি ট্যুইট-ই করা হয়েছে বাংলার কন্যা এবং ভারতীয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালকে (Shreya Ghoshal)।
পরাগ-শ্রেয়া বন্ধুত্বের কাহিনী
পরাগ-শ্রেয়া বন্ধুত্বের কাহিনী
advertisement

আরও পড়ুন:  ট্যুইটারের নতুন সিইও পরাগ আগরওয়ালের বেতন একনজরে

প্রথম ট্যুইটটি করা হয়েছে ২০১০ সালের এপ্রিলে। শ্রেয়াকে  (Shreya Ghoshal Parag Agarwal) ট্যাগ করে পরাগ লিখেছেন, পাঁচটি শব্দ। ‘নিউজিল্যান্ড। এক না (একা) নয়।’ সঙ্গে একটি ঠাট্টাসূচক জিভ কাটা ইমোজি। দ্বিতীয় ট্যুইটটি তার ঠিক এক বছর এক মাস পর। ২০১১ সালের ৩০ মে। পরাগ লিখেছেন, ‘শ্রেয়া  (Shreya Ghoshal) লম্বা গাড়ির সফরে সবসময় তোকে মনে পড়ে।’ এর পর একটি হাসির ইমোজি। পরে পরাগের সংযোজন, ‘আর কী চলছে আজকাল?’

advertisement

আরও পড়ুন:  ট্যুইটার থেকে ইস্তফা দিলেন জ্যাক ডর্সি, নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

শ্রেয়াকে ট্যাগ করে লেখা ওই দুই ট্যুইটের অবশ্য কোনও জবাব শ্রেয়া দেননি ট্যুইটার মাধ্যমে। তবে প্রথম বার্তাটির এক মাস পরে পরাগের টুইটারের দেওয়ালে পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকেও। ২০১০ সালের মে মাসে পরাগের জন্মদিনের পরের দিন শ্রেয়া পরাগকে  (Shreya Ghoshal Parag Agarwal) লিখেছেন, ‘শোন সবাই!! ছোটবেলার আর এক বন্ধুকে খুঁজে পেয়েছি।’ বন্ধুকে খুঁজে পেয়ে উচ্ছ্বসিত শ্রেয়া ট্যুইটারে পরাগের ছোট্ট পরিচয়ও দিয়েছিলেন ওই ট্যুইটে। লিখেছিলেন, ‘খাদ্যরসিক, ভ্রমণপ্রেমী... স্ট্যানফোর্ড (বিশ্ববিদ্যালয়)-এ শিক্ষিত। ওকে ফলো করুন। কাল ওর জন্মদিন ছিল। ওকে শুভেচ্ছা জানান।’

advertisement

এই ট্যুইট বার্তাগুলি নিয়েই চরম উত্তেজনা ছড়িয়েছে দুই কৃতি ভারতীয়র অনুরাগীদের মধ্যে। ভক্তরা তদন্ত করে দেখেছেন, শ্রেয়া  (Shreya Ghoshal) এর আগে পরাগের ট্যুইটের জবাব না দিলেও জন্মদিনের ওই টুইটের জবাব দিয়েছিলেন ট্যুইটার কর্তা। পুরনো বন্ধুকে লিখেছিলেন, ‘আরে তুই তো বেশ প্রভাবশালী। তোর কথায় অনুগামী সংখ্যা চড়চড়িয়ে বাড়ছে। মেসেজের বন্যায় ভেসে যাচ্ছে আমার ট্যুইটার।’

advertisement

প্রসঙ্গত, ২০১১ সালেই ট্যুইটারে কাজে যোগ দেন পরাগ আগরওয়াল। তারপরেও শ্রেয়ার সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ থেকেছে। কখনও পরাগের ছবিতে শ্রেয়া, কখনও শ্রেয়াকে পরাগ প্রশংসাসূচক মন্তব্য উপহার দিয়েছেন। ২০১৫ সালে শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া। ২০১৬ সালে পরাগ বিয়ে করেন বিনীতাকে। তারপরও যোগাযোগ রেখে গিয়েছেন। দুই পরিবারের যে নিয়মিত দেখা সাক্ষাৎও ছিল তার প্রমাণ রয়েছে ইনস্টাগ্রামের ছবিতে।

সোমবার, ট্যুইটার সিইও হিসেবে পরাগের নাম ঘোষণা করেন সংস্থার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। শ্রেয়া শুভেচ্ছা জানাতে দেরি করেননি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ট্যুইটারেই লিখেছেন, ‘অভিনন্দন পরাগ। তোমার জন্য গর্ব হচ্ছে। আমাদের জন্য এটা একটা বড় দিন। খবরটা উদযাপন করছি।’

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreya Ghoshal Parag Agarwal: শ্রেয়া ঘোষাল-পরাগ আগরওয়াল যোগ? গায়িকার সঙ্গে ট্যুইটার কর্তার মিষ্টি সম্পর্কের খোঁজ নেটপাড়ায়...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল