Jack Dorsey steps down as Twitter CEO: ট্যুইটার থেকে ইস্তফা দিলেন জ্যাক ডর্সি, নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

Last Updated:

Parag Agrawal is Twitter CEO after Dorsey exit: এবার টুইটারের চিফ এগজিকিউটিভ অফিসারের (সিইও) পদে বসতে চলেছেন পরাগ আগরওয়াল।

#নয়াদিল্লি: পদত্যাগ করলেন ট্যুইটারের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) জ্যাক ডর্সি (Jack Dorsey steps down as Twitter CEO)। তাঁর জায়গায় বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। বেশ কিছুদিন ধরেই জ্যাক ডর্সি-র ইস্তফা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনা সত্যি হল। নিজের ট্যুইটার হ্যান্ডেলে জ্যাক এই খবর জানিয়েছেন। লেখেন, 'জানি না কেও শুনেছে কিনা, কিন্তু আমি ট্যুইটার থেকে ইস্তফা দিয়েছি।' সেই সঙ্গে নিজের টিমকে একটি লম্বা চিঠি লিখেছেন। তাতে এটাও জানিয়ে দিয়েছে যে পারগ আগরওয়াল এবার সিইও হচ্ছেন।
চিঠিতে লিখেছেন (Jack Dorsey), 'সহ-প্রতিষ্ঠাতা থেকে সিইও থেকে চেয়ারম্যান থেকে এগজিকিউটিভ চেয়ার থেকে অন্তর্বর্তীকালীন সিইও থেকে সিইও - ১৬ বছর ধরে আমাদের সংস্থায় বিভিন্ন দায়িত্ব পালনের পর আমার বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে (Jack Dorsey steps down as Twitter CEO)।' পারগকে নিয়ে তিনি লেখেন, 'ট্যুইটারের সিইও হিসাবে পরাগকে আমি গভীরভাবে বিশ্বাস করি। গত ১০ বছরে ধরে ও যে কাজ করছে তা 'ট্রান্সফরমেশনাল'। এবার সময় হয়েছে ওর নেতৃত্ব দেওয়ার।'
advertisement
advertisement
পরাগ আগরওয়াল এতদিন ট্যুইটারের চিফ টেকনিকাল অফিসার (সিটিও) পদে কর্মরত ছিলেন। মুম্বইযের অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলে পড়াশোনা করেছেন পরাগ। আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে করেছেন । তারপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডক্টরেট করেছেন। ২০১১ সালে ট্যুইটারে কাজ শুরু করেন তিনি। প্রথমে ডিস্টিনগুইশড সফটওয়ার ইঞ্জিনিয়ার ছিলেন। এই পদে ছ'বছর কাজ করে ছিলেন। এই পদে থাকতে তাঁকে গ্রাহক ও কোম্পানির আয়-ব্যয় ও সায়েন্স টিমের সঙ্গেও কাজ করতে হয় পাশাপাশি। ২০১৭ সালের অক্টোবরে ট্যুইটারে চিফ টেকনিকাল অফিসারের (সিটিও) গুরুদায়িত্ব পেয়েছিলেন।
advertisement
advertisement
পরাগ একটি ট্যুইটে জ্যাককে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'ভবিষ্যতের জন্যে খুবই উদগ্রীব। বিশ্বাস করার জন্যে এবং পাশে থাকার জন্যে গোটা টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন। ট্যুইটে একটি লম্বা মেইলের ছবিও দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jack Dorsey steps down as Twitter CEO: ট্যুইটার থেকে ইস্তফা দিলেন জ্যাক ডর্সি, নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement