সূত্রের খবর, মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এই তারকদের ডেকেছে ইডি। ইতিমধ্যেই রণবীর কাপুরকে ডাকায় শোরগোল পড়ে গিয়েছিল। এবার এই কেসে নাম জড়াল আরও চার জনের। অক্টোবরের ৬ তারিখে হাজিরা দেবেন তাঁরা। এর আগেই সূত্র থেকে জানা যায় মোট ১৭ জনের বেশি বলি অভিনেতা এই কাণ্ডে যুক্ত।
আরও পড়ুন: কিছুতেই এই সুপারহিট নায়কের নায়িকা হতে চাননি দিব্যা ভারতী, বিরক্তিতে কাজ ছাড়েন! চাঞ্চল্যকর দাবি
advertisement
মহাদেব বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল। এরা এই চক্র চালাত দুবাইতে বসে। এই অ্যাপে আইডি তৈরি করে অনলাইন বেটিং করা যেত। যারা রেজিস্ট্রার করতেন তাঁদের টাকা এক বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। এই মহাদেব বেটিং অ্যাপে নাম জড়িয়েছে সানি লিওনেরও। সানিকে ইতিমধ্যেই ডেকে পাঠিয়ে জেরা করেছে ইডি।
আরও পড়ুন: বচ্চন নয়, অমিতাভের পদবী অন্য! এক বিশেষ কারণ রয়েছে নেপথ্যে; ৯৯ শতাংশ জানেন না
এই বেটিং অ্যাপের নেপথ্যে রয়েছে সৌরভ চন্দ্রকর। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে চলে যায় সে। সেখানে বিগ বাজেটের বিয়েও করেছে সে। ২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। এবার সেই সব তারকা ইডির নজরে। ধরে ধরে তলব করা হবে প্রত্যেককে।