জুলাই মাসের প্রথম দিকে সুপারমডেল কৃষ্ণভিরাজের সঙ্গে এনগেজমেন্টটা সেরে ফেলেছেন শ্রাবন্তী ৷ প্রায় এক বছর ধরে কৃষ্ণভিরাজের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন শ্রাবন্তী ৷ কাজের খাতিরে দু’জন ছিলেন দু-শহরে ৷ তাতে কী? প্রেম ছিল অটুট ৷ এমনকী, কৃষ্ণের প্রেমে পড়ে নিজের হাতে প্রেমিকের নামে ট্যাটুও করেছিলেন শ্রাবন্তী ৷ অন্যদিকে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকের সঙ্গে বেশ বন্ধুত্ব পাতিয়ে নিয়েছেন কৃষ্ণ ৷ পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে প্রেম করে বেশ অল্প বয়সেই বিয়ে হয়েছিল শ্রাবন্তীর ৷ রাজীবের হাত ধরেই টলিউডে একের পর এক ছবি ৷ টলিউডে মিষ্টি নায়িকার তকমাও পেয়েছেন শ্রাবন্তী ৷
advertisement
তবে কিছু বছর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় শ্রাবন্তীর ৷ তবে থেমে না থেকে নতুন করে জীবন শুরু করেন তিনি ৷ এই সময়ই আলাপ হয় কৃষ্ণভিরাজের সঙ্গে ৷ শেষমেশ প্রেমের সম্পর্ক থেকে এবার দাম্পত্য ৷
তবে বিয়ের পর একেবারেই সিনেমা ছাড়ছেন না শ্রাবন্তী ৷ বরং শুরু করতে চান নতুন ইনিংস ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শ্রাবন্তীর পর পর দুটি ছবি ৷ ‘শেষ সংবাদ’ ও ‘শিকাড়ি’ ৷ তবে ছবি দুটো বক্স অফিসে সাফল্য পায়নি ৷
ছবি সৌজন্যে: শ্রাবন্তীর ট্যুইটার