TRENDING:

Shilpa Shetty-Rituparna Viral Video: পোজ দিতে ব্যস্ত শিল্পা! সেখানেই কাণ্ড ঘটালেন ঋতুপর্ণা! একী করলেন বলি-পাপারাৎজিরা? তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Shilpa Shetty-Rituparna Viral Video: এই ভিডিও দেখলে চমকে যাবেন! পাপারাৎজিদের তুমুল নিন্দা করেছেন বহু মানুষ! কী করে এসব হতে পারে? দেখুন ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  টলিউডের রানি ঋতুপর্ণা সেনগুপ্ত! একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই নায়িকা! ঋতুপর্ণা অভিনয় করেননি এমন কোনও নায়ক বাংলায় নেই। তবে তাঁর সঙ্গে প্রসেনজিতের জুটি সব থেকে বেশি জনপ্রিয় ছিল। একের পর এক পুরস্কার পেয়েছেন তিনি। ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে বহু পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। শুধু টলিউড নয় বলিউডেও এক ডাকে সকলেই তাঁকে চেনে! অন্যদিকে শিল্পা শেট্টিও বেশ কিছু ভাল ছবি উপহার দিয়েছেন বলিউডে। এখনও দাপুটে চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে! ভাবছেন তো হঠাৎ করে এই দুই নায়িকার কথা কেন বলা হচ্ছে?
advertisement

তার কারণ অবশ্যই একটি ভাইরাল ভিডিও। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে! সেই ভিডিওতে প্রসংশার ঝড় উঠেছে। কী আছে সেই ভিডিওতে? বলিউডের বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে ঋতুপর্ণাকেও উপস্থিত থাকতে দেখা যায়! তেমনই এক অনুষ্ঠানে গিয়েছেন ঋতুপর্ণা! আর সেখানেই ছিলেন শিল্পা শেট্টিও! ঘটে যায় এক কাণ্ড!

আরও পড়ুন: গরমে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন? নাকি ঢক ঢক করে বিষ পান করছেন? জানুন

advertisement

কী আছে সেই ভিডিওতে? দেখলে সত্যিই অবাক হবেন! দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে শিল্পা শেট্টি তাঁর গাড়ি থেকে নেমেছেন। পরে আছেন একটি শর্ট ড্রেস। তাঁকে দেখেই পাপারাৎজিরা ছুটে এসেছেন। রাস্তাতে দাঁড়িয়েই পোজ দিতে শুরু করেন শিল্পা! আর ঠিক তখনই শিল্পাকে প্রায় না দেখতে পাওয়ার মতো করেই ফটোশ্যুটের মাঝখানে ফোনে কথা বলতে বলতে হেঁটে চলে যান ঋতু! তিনি পরেছিলেন লাল রঙের আনারকলি। তবে এই কাণ্ড ঘটার সঙ্গে সঙ্গে বিষয়টা নিয়ে মজার ভঙ্গি করে দেখান শিল্পা! এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

তবে ভিডিওটিতে বহু মানুষ ঋতুপর্ণার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “ইনি ন্যাশনাল আ্যাওয়ার্ড জেতা অভিনেত্রী ঋতুপর্ণা।” আবার কেউ লিখেছেন, “ঋতুপর্ণাকে অনেক বেশি সুন্দর লাগছে।” আবার কেউ লিখেছেন, “অভিনয়ে দু-তিনটে শিল্পাকে পিছনে ফেলে দেবেন ঋতুপর্ণা!” যদিও পুরো ভিডিওটাতে যা ঘটেছে সবটাই কিন্তু অজান্তে! এই মজার ভিডিও এখন তুমুল ভাইরাল!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Shetty-Rituparna Viral Video: পোজ দিতে ব্যস্ত শিল্পা! সেখানেই কাণ্ড ঘটালেন ঋতুপর্ণা! একী করলেন বলি-পাপারাৎজিরা? তুমুল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল