প্রশ্ন উঠেছিল শিলাজিতের গানের ভক্তদের নিয়ে৷ সেই প্রশ্ন উঠতেই শিলাজিৎ বলে ওঠেন, তাঁর গান নাকি মেয়েরা তেমন শোনেন না, শোনেন ছেলেরা৷ তা হলে কী আলাদা করে কোনও সমীক্ষা করেছেন শিলাজিৎ, তাঁর ভক্তদের লিঙ্গ পরিচয় নিয়ে?
শিলাজিৎ বললেন, ‘‘হ্যাঁ, বলতে পারেন, এটা আমার নিজস্ব সমীক্ষা৷ আমি দেখেছি, আমার গান ছেলেরা বেশি শোনেন, মেয়েরা শোনেন না৷ আর যদিও বা মেয়েরা শোনেন, তা হলে দেখা যাবে সেই মহিলা শ্রোতাকে শুনিয়েছেন তাঁরা বাবা অথবা বয়ফ্রেন্ড অথবা বর৷ এমনটা অসংখ্যবার আমি দেখেছি৷ আমি জানি না, মেয়েরা কেন আমাকে গানের জন্য পছন্দ করেন না, অন্য কিছুর জন্য করেন৷’’
advertisement
শিলাজিৎ এই প্রসঙ্গে আরও বলেন, ‘‘আমার একটি ঘটনার কথা মনে পড়ছে৷ আমি এমনিতে ফেসবুকের মেসেঞ্জারে অ্যাক্টিভ, শ্রোতা-সাধারণ মানুষকে আমি বিভিন্ন প্রশ্নের জবাব দি৷ একদিন একটি মেয়ে আমাকে মেসেঞ্জারে আমার গানের বিষয় (উড়তে চেয়েছিলাম) তাঁর বাড়িতে টাঙানো একটি পোস্টারের ছবি তুলে পাঠান৷ আমি সেটি দেখে বলেছিলাম, এটা কী আপনার বয়ফ্রেন্ডের বাড়ির ছবি? সে মেয়েটি আমাকে বলেছিল, না, না, এটি আমার বাড়ির ছবি, আমার বাড়িতে এই পোস্টার টাঙানো৷ আমি অবাক হয়েছিলাম শুনে যে ওই বয়সের একটি মেয়ে উড়তে চেয়েছিলাম গানটি শুনছে৷’’
সোশ্যাল মিডিয়া নিয়ে পরে অবশ্য আরও বিস্তারিত মত প্রকাশ করেছেন শিলাজিৎ৷ তিনি বলেছেন, ফেসবুকে নানারকম বিষয় নিয়ে সময়কাটাতে তাঁর ভালই লাগে৷ ইতিমধ্যে মুক্তি পেয়েছে শিলাজিৎ অভিনীত ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘নীহারিকা’৷ দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এই ছবিটি উচ্চ-প্রশংসিত হয়েছে৷ পাশাপাশি, বাঙালি সিনেমা মহলেও উচ্চ-সমাদর পাচ্ছে ছবিটি৷