TRENDING:

Rhea Chakraborty on Shibani Dandekar: শিবানি হল ফারহানের জীবনের 'সমস্যা'! কেন এমন বললেন রিয়া চক্রবর্তী?

Last Updated:

১৯ ফেব্রুয়ারির অনুষ্ঠানের ছবি শেয়ার করে রিয়া ইনস্টাগ্রামে ফাঁস করেছেন, শিবানি ফারহান আখতারের জীবনে সমস্যা (Rhea Chakraborty on Shibani Dandekar)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে শিবানি ডান্ডেকরের বন্ধুত্বের কথা সবারই জানা (Rhea Chakraborty on Shibani Dandekar)। সুশান্তের মৃত্যুর পর যখন অসংখ্য মানুষ রিয়ার বিরুদ্ধে তোপ দেগেছিলেন, সেই সময় নায়িকার পাশে দেখা গিয়েছিল শিবানি ও তাঁর বোন অনুষা ডান্ডেকরকে (Rhea Chakraborty on Shibani Dandekar)। গত সপ্তাহেই খান্ডালায় ধুমধাম করে বিয়ে করেছেন শিবানি ডান্ডেকর ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক ফারহান আখতার (Farhan Akhtar)। সেখানে অতিথি হিসেবে গিয়েছিলেন রিয়া চক্রবর্তী।
Rhea Chakraborty on Shibani Dandekar
Rhea Chakraborty on Shibani Dandekar
advertisement

১৯ ফেব্রুয়ারির অনুষ্ঠানের ছবি শেয়ার করে রিয়া ইনস্টাগ্রামে ফাঁস করেছেন, শিবানি ফারহান আখতারের জীবনে সমস্যা (Rhea Chakraborty on Shibani Dandekar)। বিয়ের একাধিক ছবি পোস্ট করে নিজের প্রিয় বান্ধবী শিবানির জন্য লিখেছেন রিয়া। আর সেখানেই শিবানিকে ফারহানের জীবনের সমস্যা বলে উল্লেখ করেছেন তিনি। রিয়ার কথায়, 'মিস্টার অ্যান্ড মিসেস আখতার। ভালোবাসা ছোঁয়াচে, এমন বিশেষ দিনে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। বিশ্বের সবচেয়ে সুন্দর কনে শিবানি, তোমাকে এত্ত ভালোবাসি। ফারহান শিবানি এবার তোমার সমস্যা। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা'।

advertisement

আরও পড়ুন: নববধূ শিবানির সঙ্গে জাভেদ আখতারের নাচ, ফারহানের বিয়েতে নজর কাড়ল শ্বশুর-বৌমা জুটি!

আরও পড়ুন: দ্য আখতারস, বিয়ের পর প্রথম প্রথম ফটোশ্যুটে ফারহান-শিবানি! দেখুন

বন্ধুর বরের সঙ্গে মজার ছলেই সাবধানবাণী দিয়েছেন রিয়া। স্বামীর জীবনের স্ত্রীয়ের তৈরি করা সমস্যাগুলি নিয়েই আসলে রসিকতা করতে চেয়েছেন রিয়া। নায়িকা পরেছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা। গত ১৯ ফেব্রুয়ারি খান্ডালায় জাঁকজমক ভাবেই দ্বিতীয় বিয়ে সেরেছেন ফারহান আখতার। শিবানি ডান্ডেকরের সঙ্গে আইনি বিয়ের দু'দিন পর নবদম্পতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ফারহান আখতার দারুণ দারুণ সব ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

করোনার কারণেই নবদম্পতি বিয়ে নিয়ে খুব বেশি বড় অনুষ্ঠান করেননি। দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রাই এদিনের বিয়েতে উপস্থিত ছিলেন। ২৩ ফেব্রুয়ারি, বুধবার ফারহান ইনস্টাগ্রামে অসাধারণ সব মুহূর্ত শেয়ার করেছেন। বিয়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'বন্ধু, পরিবার, মজার সময়'। সঙ্গে সূর্যের একটি ইমোজি ব্যবহার করেছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rhea Chakraborty on Shibani Dandekar: শিবানি হল ফারহানের জীবনের 'সমস্যা'! কেন এমন বললেন রিয়া চক্রবর্তী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল