জানা গিয়েছে যে, সলমন খানের বিশ্বস্ত দেহরক্ষী এবং দীর্ঘদিনের সঙ্গী শেরা ৭ অগাস্ট, ২০২৫ তারিখে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর তাঁর বাবা সুন্দর সিং জলিকে হারিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বুধবার সন্ধ্যায় যোগেশ্বরী পশ্চিমের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। দিনের শেষে সলমন খান শেরার বাসভবনে সমবেদনা জানাতে এসেছিলেন এবং দুজনের আলিঙ্গনের আবেগঘন দৃশ্য দেশ জুড়ে ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওগুলিতে সলমনকে শোকাহত শেরাকে জড়িয়ে ধরে সান্ত্বনা ও সমবেদনা জানাতে দেখা যাচ্ছে। সুপারস্টার এবং তাঁর অনুগত দেহরক্ষীর মধ্যে সম্পর্কের বন্ধন কয়েক দশকের পুরনো এবং তাঁদের বন্ধুত্বের কথা প্রায়শই ভক্তদের মুখে মুখে ফেরে। অনেক সোশ্যাল মিডিয়া ইউজারই সলমনের আন্তরিক আচরণের জন্য শোক বার্তা, হৃদয়গ্রাহী ইমোজি এবং প্রশংসাসূচক মন্তব্য করে চলেছেন।
শেরার আসল নাম গুরমিত সিং জলি, তিনি এর আগে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পিতৃপ্রয়াণের এই মর্মান্তিক খবরটি শেয়ার করেছিলেন। ‘‘আমার বাবা শ্রী সুন্দর সিং জলি আজ স্বর্গে চলে গিয়েছেন,’’ তিনি একটি সংক্ষিপ্ত, হৃদয়গ্রাহী নোটে কথাগুলো লিখেছিলেন। মাত্র কয়েক মাস আগে, শেরা তাঁর বাবার ৮৮তম জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছিলেন, বাবাকে তাঁর জীবনের নায়ক এবং তাঁর অনুপ্রেরণা বলে অভিহিত করেছিলেন।
ওশিওয়ারার দ্য পার্ক লাক্সারি রেসিডেন্সে অবস্থিত শেরার বাসভবন থেকে শেষকৃত্যের মিছিল শুরু হয়। ইদ উদযাপন, জনসমক্ষে উপস্থিতি অথবা চলচ্চিত্রের প্রচার- প্রায় প্রতিটি অনুষ্ঠানে সলমনের পাশে তাঁর উপস্থিতির জন্য পরিচিত শেরা ভারতের সবচেয়ে আইকনিক সেলিব্রিটি দেহরক্ষীদের একজন।
শেরা ১৯৯০-এর দশকের গোড়ার দিকে সলমন খানের কাজে যোগ দিয়েছিলেন বডি বিল্ডিংয়ে সফল কেরিয়ারের পর। বছরের পর বছর ধরে তিনি ক্যাটরিনা কাইফ, হৃতিক রোশন এবং করিনা কাপুর খানের মতো শীর্ষস্থানীয় বলিউড সেলিব্রিটিদের এবং এমনকি মাইক টাইসন এবং জাস্টিন বিবারের মতো আন্তর্জাতিক তারকাদের নিরাপত্তার দায়িত্বও সামলেছেন তাঁর ফার্ম টাইগার সিকিউরিটির মাধ্যমে।
এদিকে, সলমন খান বর্তমানে ব্যাটল অফ গালওয়ানের শ্যুটিংয়ের কাজ করছেন, যেখানে তিনি কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটির শ্যুটিং এই মাসে লাদাখে শুরু হওয়ার কথা রয়েছে।