এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শেহনাজ বলছেন, "দুনিয়ার সামনে কাঁদলে, লোকে বলবে সহানুভূতি চাইছি। লোকজন দুর্বল মনে করবে যা আমি নিজেকে কখনওই প্রমাণ করতে চাই না। তবে আমি আমার আবেগ লুরিয়ে রাখার চেষ্টা করিনি। আমি বিষয়টা নিজে সামলেছি আর এখন আমি একদম ঠিক আছি।"
সিদ্ধার্থের শোক থেকে বেরিয়ে এসে নিজের চেনা ছন্দে ফেরার জন্যও ট্রোলড হয়েছেন শেহনাজ। একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, শেহনাজ হাসছেন ও নাচছেন। সেই ভিডিওটি দেখে নেটিজেন তীব্র আক্রমণ করেন শেহনাজকে। তবে নিজের কাজে ফেরার আগে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে সিদ্ধার্থকে শ্রদ্ধা জানান পাঞ্জাবি অভিনেত্রী।
advertisement
আরও পড়ুন- সেনার বিরুদ্ধে যা দেখিয়েছে মোটেই ভাল নয়! লাল সিং চাড্ডা দেখে চটলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন
প্রসঙ্গত, প্রসঙ্গত, বিগবস ১৩-র সময় থেকে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক শেহনাজের। সেই সম্পর্ক থেকে যায় শোয়ের বাইরেও। যদিও প্রকাশ্যে নিজেদের ভালো বন্ধু বলেই তাঁরা পরিচয় দিতেন। বিগবসের ঘর থেকে শেহনাজ ও সিদ্ধার্থকে একসঙ্গে ভক্তরা সিদনাজ বলে ডাকতেন। দুজনের রসায়ন পছন্দ ছিল ভক্তদের।
উল্লেখ্য, শেহনাজ এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ব্যস্ত। সলমন খানের ছবি কভি ইদ কভি দিওয়ালি-তে তাঁর অভিনয় করার কথা। যদিও শোনা যাচ্ছে, তিনি ছবি থেকে বাদ পড়েছেন। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা চলছে। এও শোনা যাচ্ছে সলমন খানের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে শেহনাজের। তবে সত্যিটা কী তা সময়ই বলতে পারবে।