এই ঘটনা একেবারে ভেঙে দিয়েছিল শেহনাজকে। নিজেকে প্রায় চার মাস গৃহ বন্দী করে রাখেন শেহনাজ! সোশ্যাল মিডিয়া থেকেও সরে যান তিনি। সকলে ভাবতে বসেছিল আর উঠে দাঁড়াবে না এই মেয়ে। কিন্তু না ধীরে ধীরে বাস্তবটাকে মেনে নিয়েছেন তিনি। ফের একবার স্বাভাবিক জীবনকে বেছে নিয়েছেন শেহনাজ। তাঁকে দেখা গিয়েছে ভিডিও শ্যুটে, মডেলিং করতে। এমনকি পাঞ্জাবে নিজের গ্রামে গিয়ে একেবারে সাধারণ ভাবে জীবন কাটাতেও দেখা গিয়েছে। আইসক্রিম বিক্রিও করেছেন মজার ছলে। ইদের পার্টিতে সলমন খানের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে। সলমন খুব পছন্দ করেন শেহনাজকে। বাচ্চাদের মতোই সামলাতে দেখা যায় তাঁকে।
advertisement
আরও পড়ুন: নড়াচড়া করলেই বিপদ! পোশাক থেকে বেরিয়ে আসছে গোপনাঙ্গ! উরফির ভাইরাল ভিডিওতে তুমুল সমালোচনা!
সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রামে ফের অ্যাক্টিভ হয়েছেন নায়িকা। মাঝে মধ্যেই নিজের জীবনের নানা মুহূর্ত তিনি শেয়ার করেন এই সোশ্যাল মাধ্যমে। সম্প্রতি শেহনাজ একটি গানের ভিডিও শেয়ার করেছেন। গানটি তিনি নিজে গেয়েছেন। ''কৌন তুঝে ইউ পেয়ার করেগা, জ্যায়সা ম্যায় করতি হু"-গানটি গাইছেন তিনি। ভিডিওর শুরুতেই তিনি বলেন, "বৃষ্টির মরশুমে গান গাইতে ইচ্ছে করলে গেয়ে ফেলা উচিত, কেই বা জাচ করবে।" বলেই গানটি গাইতে থাকেন তিনি। খুব মিষ্টি করে গানটি করেন তিনি। এই ভিডিও দেখে নেটিজেনরা ভালবাসায় ভরিয়েছেন শেহনাজকে। হুহু করে ভাইরাল মিষ্টি ভিডিও।