এই ঘটনা একেবারে ভেঙে দিয়েছিল শেহনাজকে। নিজেকে প্রায় চার মাস গৃহ বন্দী করে রাখেন শেহনাজ! সোশ্যাল মিডিয়া থেকেও সরে যান তিনি। সকলে ভাবতে বসেছিল আর উঠে দাঁড়াবে না এই মেয়ে। কিন্তু না ধীরে ধীরে বাস্তবটাকে মেনে নিয়েছেন তিনি। ফের একবার স্বাভাবিক জীবনকে বেছে নিয়েছেন শেহনাজ। তাঁকে দেখা গিয়েছে ভিডিও শ্যুটে, মডেলিং করতে। এমনকি পাঞ্জাবে নিজের গ্রামে গিয়ে একেবারে সাধারণ ভাবে জীবন কাটাতেও দেখা গিয়েছে। আইসক্রিম বিক্রিও করেছেন মজার ছলে। ইদের পার্টিতে সলমন খানের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে। সলমন খুব পছন্দ করেন শেহনাজকে। বাচ্চাদের মতোই সামলাতে দেখা যায় তাঁকে। সরল না হলে এমন কাজ কী করে করতে পারে কেউ? এবার যা করলেন তিনি তাতে অবাক হবেন!
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শেহনাজ একটি মেক-আপ ভ্যান থেকে নামছেন। পায়ে হাই হিল। কিন্তু সে জুতো পরে একেবারেই হাঁটতে পারছেন না নায়িকা! খুড়িয়ে খুড়িয়ে চলছেন। সঙ্গে হট পোশাক পরেছেন তিনি। পাপারাৎজিরা ছবি তুলতে ব্যস্ত তাঁর। তার মাঝ খানেই কাণ্ড ঘটালেন নায়িকা। পায়ের হিল জুতো খুলে ফেলে দিয়ে খালি পায়ে হাঁটতে শুরু করলেন। ধুর এত ফ্যাশন করতে গিয়ে পায়ে ব্যথা করার কি মানে! এই ভাবনা থেকেই সকলের সামনে হিল খুলে ফেলে দিয়ে খালি পায়ে হেঁটে চলে গেলেন শ্যুটে। এই কাজ শেহনাজ ছাড়া কে করতে পারেন। ভিডিও মুহূর্তে ভাইরাল।