TRENDING:

Shehnaaz Gill Viral Video: হাই হিলে নাজেহাল শেহনাজ গিল! সবার সামনে একী করলেন তিনি ! ভাইরাল ভিডিও

Last Updated:

Shehnaaz Gill Viral Video: বলিউডের নায়িকারা এমন কাজ করার কথা ভাবতেও পারেন না! কিন্তু শেহনাজ পারেন! দেখলে অবাক হবেন! ভাইরাল ভিডিওতে শোরগোল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের চমকে দেওয়ার মতো কাজ করলেন শেহনাজ গিল। বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। শেহনাজকে বলা হয় পাঞ্জাবের ক্যাটরিনা। মুখের আদল অনেকটাই মিলে যায় ক্যাটের সঙ্গে। তবে শেহনাজের সব থেকে বড় শক্তি হল সরলতা। নাটক নয়, সত্যিই তিনি সরল মনের মানুষ। বিগবসের ঘরে শেহনাজের নখরাতে বিরক্ত হয়েছেন অনেকেই। একমাত্র সিদ্ধার্থ শুক্লা ছাড়া। বিগবসের ঘর থেকেই এই জুটির বন্ধুত্বের শুরু। সেখান থেকেই একটু একটু করে দানা বাঁধছিল প্রেম। বিয়ে নিয়েও ভাবনা চিন্তা চলছিল। তবে সে সব কিছু শেষ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন সিদ্ধার্থ শুক্লা। মাত্র ৪০ বছর বয়স হয়েছিল তাঁর।
advertisement

এই ঘটনা একেবারে ভেঙে দিয়েছিল শেহনাজকে। নিজেকে প্রায় চার মাস গৃহ বন্দী করে রাখেন শেহনাজ! সোশ্যাল মিডিয়া থেকেও সরে যান তিনি। সকলে ভাবতে বসেছিল আর উঠে দাঁড়াবে না এই মেয়ে। কিন্তু না ধীরে ধীরে বাস্তবটাকে মেনে নিয়েছেন তিনি। ফের একবার স্বাভাবিক জীবনকে বেছে নিয়েছেন শেহনাজ। তাঁকে দেখা গিয়েছে ভিডিও শ্যুটে, মডেলিং করতে। এমনকি পাঞ্জাবে নিজের গ্রামে গিয়ে একেবারে সাধারণ ভাবে জীবন কাটাতেও দেখা গিয়েছে। আইসক্রিম বিক্রিও করেছেন মজার ছলে। ইদের পার্টিতে সলমন খানের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে। সলমন খুব পছন্দ করেন শেহনাজকে। বাচ্চাদের মতোই সামলাতে দেখা যায় তাঁকে। সরল না হলে এমন কাজ কী করে করতে পারে কেউ? এবার যা করলেন তিনি তাতে অবাক হবেন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শেহনাজ একটি মেক-আপ ভ্যান থেকে নামছেন। পায়ে হাই হিল। কিন্তু সে জুতো পরে একেবারেই হাঁটতে পারছেন না নায়িকা! খুড়িয়ে খুড়িয়ে চলছেন। সঙ্গে হট পোশাক পরেছেন তিনি। পাপারাৎজিরা ছবি তুলতে ব্যস্ত তাঁর। তার মাঝ খানেই কাণ্ড ঘটালেন নায়িকা। পায়ের হিল জুতো খুলে ফেলে দিয়ে খালি পায়ে হাঁটতে শুরু করলেন। ধুর এত ফ্যাশন করতে গিয়ে পায়ে ব্যথা করার কি মানে! এই ভাবনা থেকেই সকলের সামনে হিল খুলে ফেলে দিয়ে খালি পায়ে হেঁটে চলে গেলেন শ্যুটে। এই কাজ শেহনাজ ছাড়া কে করতে পারেন। ভিডিও মুহূর্তে ভাইরাল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shehnaaz Gill Viral Video: হাই হিলে নাজেহাল শেহনাজ গিল! সবার সামনে একী করলেন তিনি ! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল