TRENDING:

Shehnaaz Gill : সিদ্ধার্থের স্মৃতি সঙ্গে নিয়েই নতুন যাত্রা শুরু শেহনাজের!

Last Updated:

Shehnaaz Gill: এই বছরই ৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। মুম্বই ও তেলেঙ্গানায় তাই প্রায় প্রতিদিনই শ্যুটিং করছেন সলমন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রতিদিন খবরের শিরোনামে উঠে আসছে সলমন খানের আসন্ন ছবি কভি ইদ কভি দিওয়ালি। সলমনের এই ছবিতে অভিনয় করছেন বিগবস খ্যাত শেহনাজ গিল। জানা যাচ্ছে, এই ছবির জন্য ইতিমধ্যেই শ্যুটিং শুরু করে দিয়েছেন শেহনাজ। ছবিতে আরও এক অভিনেত্রী পূজা হেগড়েও অভিনয় করেছেন।
shehnaaz
shehnaaz
advertisement

মুম্বইয়ে প্রথম পর্যায়ের শ্যুটিং শুরু করেছেন শেহনাজ। এর পরে ছবির কলাকুশলী পৌঁছবেন হায়দরাবাদে। তবে এখানেই শেষ নয়। এর পরে উত্তর ভারতের বেশ কিছু শহরে ছবিটির শ্যুটিং হবে। এই ছবিতে শেহনাজের বিপরীতে থাকার কথা ছিল অভিনেতা আয়ুষ শর্মার। কিন্তু আয়ুষ সেই ছবি থেকে বেরিয়ে যাওয়ার পরে জানা যাচ্ছে, জেস্সি গিলকে দেখা যাবে শেহনাজের বিপরীতে। শোনা যাচ্ছে, ছবির নামেও আসবে পরিবর্তন। সলমন ইতিমধ্যেই মুম্বইয়ের সঙ্গে হায়দরাবাদেও শ্যুটিং করা শুরু করেছেন।

advertisement

জানা যাচ্ছে, এই বছরই ৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। মুম্বই ও তেলেঙ্গানায় তাই প্রায় প্রতিদিনই শ্যুটিং করছেন সলমন। দাব্যাং ট্যুর এর জন্য সলমনের কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। কিন্তু সেই শো পিছিয়ে যাওয়ায় এখন এই ছবিচেই মন দিয়েছেন সলমন।

আরও পড়ুন- সহকর্মীরা সবাই সার্জারি করে চেহারা বদল করছেন, আমি ক্লান্ত: রাধিকা আপ্তে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, কিছুদিন আগেই সলমনের ইদের পার্টিতে শেহনাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পার্টি থেকে যখন শেহনাজ বেরোচ্ছেন, তখন সলমন ছাড়তে আসেন তাঁকে। সেই সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সলমনের হাত টেনে নিয়ে আসলেন শেহনাজ। এখানেই শেষ নয়, পাপারাৎজিদের সামনেই ভাইজানকে জড়িয়ে ধরে গালে চুমু খান শেহনাজ। নিন্দুকেরা যতই তির্যক মন্তব্য করুন, শেহনাজের ভক্তরা ঠিকই বুঝেছেন এ কেবল স্নেহ চুম্বন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shehnaaz Gill : সিদ্ধার্থের স্মৃতি সঙ্গে নিয়েই নতুন যাত্রা শুরু শেহনাজের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল