TRENDING:

মেয়ের ফোন ভেঙে শ্বাসরোধের চেষ্টা করেছিলেন! তুনিশার মাকে নিয়ে বিস্ফোরক সিজানের আইনজীবী

Last Updated:

সোমবার একটি সাংবাদিক সম্মেলনে এসে সিজানের পরিবার তুনিশার মায়ের অভিযোগের পাল্টা জবাব দেয়। শৈলেন্দ্র মিশ্রের দাবি, তুনিশার মা নাকি তাঁর শ্বাসরোধের চেষ্টা করেছিলেন একবার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেটে আত্মঘাতী হন নায়িকা তুনিশা শর্মা। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর প্রাক্তন প্রেমিক সিজান খানকে গ্রেফতার করেছে ওয়ালিভ পুলিশ। আপাতত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজান। এরই মাঝে দুই পরিবারের বাগবিতণ্ডা চলছে ক্রমাগত। অভিযোগ, তার পরেই পাল্টা অভিযোগ। তুনিশার মায়ের সম্পর্কে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন সিজানের আইনজীবী।
advertisement

শৈলেন্দ্র মিশ্রের দাবি, তুনিশার মা নাকি তাঁর শ্বাসরোধের চেষ্টা করেছিলেন একবার! সোমবার একটি সাংবাদিক সম্মেলনে এসে সিজানের পরিবার তুনিশার মায়ের অভিযোগের পাল্টা জবাব দেয়। যেখানে বিবিধ অভিযোগের মাঝেই সিজানের আইনজীবী এই অভিযোগ তোলেন প্রয়াত নায়িকার বিরুদ্ধে।

আরও পড়ুন: তুনিশার মন খারাপ ছিল এই কারণে...প্রয়াত নায়িকার মায়ের দিকে আঙুল সিজানের পরিবারের!

advertisement

আইনজীবীর দাবি, নিজের মা বনিতা শর্মার সঙ্গে নাকি তুনিশার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। একবার নাকি নিজের মেয়ের গলা টিপতে গিয়েছিলেন বনিতা। এ ছাড়াও সিজানের পরিবার দাবি করে, ছোটবেলার কিছু ঘটনার জন্য মানসিক অবসাদে ভুগতেন তুনিশা। এক আঙ্কল সঞ্জীব কৌশলের কথা উল্লেখ করেন তাঁরা৷ অভিযোগ, এই ব্যক্তিকে ভয় পেতেন তুনিশা৷ এমনকি সিজানের বোনেরা তুনিশার মাকেও তার শৈশবের মানসিক ট্রমার কারণ হিসাবে দায়ী করেছেন৷ সিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র বলেন, "সেই সঞ্জীব কৌশলের নাম শুনে তুনিশা আতঙ্কিত হয়ে পড়তেন। সঞ্জীব কৌশলের প্ররোচনায় তুনিশার মা তাঁর ফোন ভেঙে দিয়েছিলেন৷"

advertisement

আইনজীবীর দাবি, সেই ব্যক্তি নাকি তুনিশার কাকা আঙ্কল নন, এবং তাঁর পরিবারের সঙ্গে রক্তের সম্পর্কই নেই। বনিতা এবং এই সঞ্জীব নাকি জোর করে তুনিশাকে কাজ করাতেন। মেয়ের সমস্ত রোজগার নিজের কব্জায় করে নিয়েছিলেন বনিতা, মেয়েকে খাবার কেনার টাকাও নাকি দিতেন না তিনি, এমনই অভিযোগ শৈলেন্দ্রর।

আরও পড়ুন: আম্মা, আমার যে কী হচ্ছে জানি না! সিজানের মায়ের সঙ্গে তুনিশার কথোপকথন ফাঁস? ঘনাচ্ছে রহস্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আইনজীবীর কথায়, ''লকডাউনের পর বনিতা এবং সঞ্জীব তুনিশাকে জোর করে চণ্ডীগড়ে পাঠিয়ে দিচ্ছিলেন। কিন্তু তুনিশা রাজি হননি। আর তাই তুনিশার ফোন ভেঙে দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেন। সেই সময়ে তুনিশা যে ধারাবাহিকে কাজ করছিলেন, তার পরিচালককে তিনি এই কথাগুলি বলেছিলেন। তা ছাড়া কয়েকজন বন্ধু এবং সহকর্মীকেও জানিয়েছিলেন এই ঘটনার কথা।''

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়ের ফোন ভেঙে শ্বাসরোধের চেষ্টা করেছিলেন! তুনিশার মাকে নিয়ে বিস্ফোরক সিজানের আইনজীবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল