সিজানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার মামলা দায়ের হয় সিজানের বিরুদ্ধে। ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে তাঁকে। রবিবার সিজানকে আদালতে বেশ করার পর তাঁকে চার দিন পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন : এ এক অন্য বড়দিন! বাগান বাড়ির 'চড়ুইভাতি'তে শুভশ্রীকে আদরে ভরিয়ে দিলেন রাজ
advertisement
আরও পড়ুন : বড়দিনের বড় ধামাকা! বাবা-ছেলের যুগলবন্দির ভিডিও শেয়ার করলেন প্রসেনজিৎ, সঙ্গে ইনি কে?
প্রথমে মুখে কুলুপ আঁটলেও এ বার নিজেদের বক্তব্য জানাল সিজানের পরিবার। একটি বিবৃতিতে বলা হয়, "দেশের আইনব্যবস্থার প্রতি ভরসা আছে। মুম্বই পুলিশের সঙ্গে সিজান সব রকম ভাবে সহযোগিতা করছে। যখন সময় আসবে এ বিষয়ে আমরা কথা বলব। দয়া করে ব্যক্তিগত পরিসরে প্রবেশ করবেন না"
সিজানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তুনিশাল মা বনিতা শর্মা। তাঁর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর মেয়েকে ব্যবহার করেন সিজান। তিনি বলেন, "একটা সম্পর্কে থাকা সত্ত্বেও ও (সিজান) তুনিশাকে সঙ্গে রেখেছিল। তিন-চার মাস পর্যন্ত ওকে ব্যবহার করেছিল। সিজান যাতে ছাড় না পায়। ওর শাস্তি পাওয়া উচিৎ।"