TRENDING:

KIFF 2023: 'আপনি খুবই মিষ্টি একজন মানুষ', বাবা শত্রুঘ্নর সঙ্গে KIFF-এ এসে মমতাকে বললেন সোনাক্ষী

Last Updated:

29th Kolkata International Film Festival 2023 : সোনাক্ষী সিনহা বলেন,মমতা দি আপনাকে শুধু টিভিতেই দেখেছি। আমার মনে হয়েছে আপনি খুব কঠিন একজন মানুষ, কিন্তু আপনি খুবই মিষ্টি একজন মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুরু হয়ে গেল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ কলকাতা শহর জুড়ে এখন শুধু সিনেমার মরশুম৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হল। প্রত্যেক বছর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকেন। এবছর টলি ও বলির চাঁদের হাট বলল নেতাজি ইন্ডোরে৷ সলমন খান, অনিল কাপুর, কমল হাসান সহ অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে প্রতি বছরেরম মতো চিরাচরিত প্রথা মেনে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান উপস্থিত থাকতে পারেন নি।
advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে এসে শত্রুঘ্ন সিনহা বলেন, আমি এখান থেকে একটু দুরের লোক।পাটনার লোক আমি। আমি বাংলায় বলার চেষ্টা করছি। আমাকে সোনাক্ষী বলছে এখানে বেশি কিছু বলবে না।মাধবী মুখোপাধ্যায় এর সঙ্গে দেখা হল ওনাকে আমি খুব সম্মান করি। আমি মমতা দি-কে ধন্যবাদ জানাব এই ফিল্ম ফেস্টিভ্যাল-এর জন্য। অনেক জায়গাতেই এই ফেস্টিভ্যাল হয়। গোয়াতেও হয়,অনেক জায়গায় হয়। তবে ওই গুলো সময় কাটানোর জন্য হয়, আমলাদের জন্য হয়, বন্ধু-বান্ধবদের জন্য হয়,ফ্যামিলিদের খুশি করতে হয়। কিন্তু এখানে অনেক বুদ্ধিজীবী মানুষরা থাকেন। এখান থেকে যতজন গেছেন সবাই খুব ভাল জায়গায় গেছেন। এখান থেকে অনেক রাজনীতিতে গেছেন যারা অভিনেতা।মমতা দি নিয়ে গেছেন। ভাল মানুষদের রাজনীতিতে আনা উচিত। যদি ভাল মানুষ না আসে তাহলে বাজে লোকদের শাসনে চলতে হবে।আজ যা অবস্থা চলছে তাতে আপনি চিন্তিত হবেন না। শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা বলেন,মমতা দি আপনাকে শুধু টিভিতেই দেখেছি। আমার মনে হয়েছে আপনি খুব কঠিন একজন মানুষ, কিন্তু আপনি খুবই মিষ্টি একজন মানুষ। কলকাতার সঙ্গে আমার অনেক পুরোনো সম্পর্ক। ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানের মঞ্চে অন্যান্য তারকারাও নিজেদের বক্তব্য তুলে ধরেছেন৷

advertisement

আরও পড়ুন-           সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?

আরও পড়ুন-          বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?

ফিল্ম ফেস্টিভ্যালের এবছরের ক্যাচ লাইন বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ। চলতি বছর ৩৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হবে মোট ২৩ টি ভেন্যুতে। এরমধ্যে রয়েছে ১৬৯ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যালের কিছু ছবি। এবছর নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও নবীনা, স্টার, রাধা স্টুডিও, সাউথ সিটি আইনক্স, প্রাচী সিনেমা, বিজলি, মিনার,অশোকা, মেনকা, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১, ২, অজন্তা, মেট্রো, মানি স্কোয়ার, নিউ এম্পায়ার কোয়েস্ট মল, নবীনা সিনেমা হলে পুরোপুরি বিনামূল্যে দেখতে পাওয়া যাবে৷ এবছরই প্রথম বেঙ্গলি প্যানোরামা বিভাগে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার পুরস্কারের মূল্য ৭ লক্ষ টাকা। এছাড়াও এই বছর চলচ্চিত্র উৎসবে আরও বেশ কিছু চমক রয়েছে৷ বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং আর্থিক পুরস্কারও প্রদান করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
KIFF 2023: 'আপনি খুবই মিষ্টি একজন মানুষ', বাবা শত্রুঘ্নর সঙ্গে KIFF-এ এসে মমতাকে বললেন সোনাক্ষী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল