গতকালই অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তাঁর প্রয়াণ হয়েছে ৷ স্বদেশ ছবির নির্দেশক অশুতোষ গোয়ারিকর কিশোরী বল্লালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ষ তিনি তাঁর অফিসশিয়্যাল ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন মেরা দিল ট্যুট গয়া ৷ (আমার মন ভেঙে গিয়েছে) একই সঙ্গে আশুতোষ গোয়ারিকর জানিয়েছেন কিশোরী বল্লাল একজন দয়ালু, উদার,ভাল মানুষ ছিলেন ৷ তাঁর অনন্য অবদানের জন্য চিরদিনই মানুষের মনে বেঁচে থাকবেন তিনি ৷ #Swades ছবিতে #Kaveriamma নামক চরিত্রের জন্যই তিনি চিরকালই অমলিন থাকবেন ৷
advertisement
১৯৬০ সালে চলচ্চিত্র জগতে তিনি পা রেখেছিলেন ৷ ২০০৪ সালে স্বদেশ ছবিতে শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন ৷ তবে তিনি শাহরুখ খানের পর্দার মা ৷ রিয়েল নয় রিল মা ৷ এরপর আইয়া, লফাঙ্গে পরিন্দে ছবিতেও অভিনয় করেছেন তিনি ৷ ভাল অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন ভরত নাট্যম শিল্পীও বটে ৷ কন্নর ছবি দিয়ে নিজের জীবনের যাত্রা শুরু করেছিলেন তিনি ৷