প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে কমেডি ও আবেগের মোচর রয়েছে। অদ্ভুত বিষয় হল, একই চরিত্রে কখনও ঋষি কাপুরকে, কখনও পরেশ রাওয়ালকে দেখা যাচ্ছে। কিটি পার্টির মহিলারা তাঁর রান্নাকে গুরুত্ব দেওয়ার পরই জীবন বদলে যায় শর্মাজির। বিশেষ চরিত্রে দেখা গিয়েছে জুহি চাওলাকে। মন ও পরিবারের আগে, নিজের রান্নাকেই শেষ পর্যন্ত প্রাধান্য দেন শর্মাজি। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এটি নজর কেড়েছে নেটিজেনের।
advertisement
আরও পড়ুন: সাপের গায়ে বড় বড় লোম, বিরল বিষধর উদ্ধার ঘিরে তুমুল শোরগোল! দেখুন ভিডিও
আরও পড়ুন: কথায় কথায় ইমোজি ব্যবহার করেন? আপনি তবে 'দুর্বল' মানুষ, বলছে সমীক্ষা!
আবিষ্কার ও নিজস্ব অনুভূতি নিয়ে একটি পারিবারিক ছবি 'শর্মাজি নমকিন'। এক অবসরপ্রাপ্ত ব্যক্তি মহিলাদের কিটি পার্টির মাধ্যমে নিজের রান্নার প্রতি অগাধ প্রেমের অনুভূতি আবিষ্কার করতে পারেন। ছবিটি আগামী ৩১ মার্চ ২৪০টি দেশে অ্যামাজন প্রাইমে ভিডিওতে প্রিমিয়ার হবে। দুবছর ধরে টানা লিউকোমিয়ার সঙ্গে লড়াইয়ের পর ২০২০ সালের এপ্রিল মাসে ৬৭ বছর বয়সে প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর৷ 'শর্মাজি নমকিন' তাঁর শেষ কাজ৷