TRENDING:

পিতৃহীন শান্তনু মৈত্র, মর্মস্পর্শী বার্তায় শোকসংবাদ জানালেন সুরকার

Last Updated:

ফেসবুকে পোস্ট করে শোকসংবাদ জানিয়েছেন সুরকার ৷ লিখেছেন তিনি তাঁর শ্রেষ্ঠ বন্ধু, তাঁর শিক্ষক বাবাকে হারিয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিতৃহারা হলেন শান্তনু মৈত্র ৷ ফেসবুকে পোস্ট করে শোকসংবাদ জানিয়েছেন সুরকার ৷ লিখেছেন তিনি তাঁর শ্রেষ্ঠ বন্ধু, তাঁর শিক্ষক বাবাকে হারিয়েছেন ৷ ‘‘আমি যদি আর কয়েক পা তাঁর সঙ্গে যেতে পারতাম...তোমাকে মিস করব বাবাই৷’’ এই শোকসংবাদে শান্তনুকে সান্ত্বনা জানিয়েছেন অগণিত শুভার্থী ৷
advertisement

কিছু দিন আগেই মায়ের সঙ্গে একটি পুরনো সাদাকালো ছবি পোস্ট করেছিলেন শান্তনু ৷ সেখানে জানিয়েছিলেন, তিনি মাতৃদিবসে কোনও পোস্ট করে পারেননি ৷ কারণ তাঁর বাবা-মা দুজনেই কোভিড সংক্রমণ থেকে সুস্থ হচ্ছেন ৷ তাঁর মায়ের প্রিয় অবসরযাপন পুরনো ছবিতে চোখ রাখা ৷ তাই মায়ের সঙ্গে নিজের ছোটবেলার একটা সাদাকালো ছবি শেয়ার করেছিলেন শান্তনু ৷ ভেবেছিলেন, সুখস্মৃতির স্পর্শ মাকে সারিয়ে তুলবে ৷

advertisement

সেই ছবির বার্তা পড়ে বোঝা যাচ্ছিল, বাবা মাকে মানসিক দিক থেকে ভরসা দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করে চলেছেন সুরস্রষ্টা ৷ কিন্তু কোভিড হানায় কেটে গেল সুর ও ছন্দ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শান্তনু তাঁর বাবার সঙ্গে যে ছবি পোস্ট করেছেন, তাঁর নীচে বহু গুণমুগ্ধই আবেগতাড়িত মন্তব্য করেছেন ৷ অনেকেই উল্লেখ করেছেন তাঁদের বাবাকে হারানোর মুহূর্ত ৷ শান্তনু যে তাঁর বাবাকে ‘বাবাই’ ডাকতেন, সেই আন্তরিক ঘরোয়া স্পর্শও ছুঁয়ে গিয়েছে বহু নেটাগরিককে ৷ তাঁর প্রয়াত বাবার সরোদবাদনের স্মৃতিও রোমন্থন করেছেন কোনও কোনও নেটিজেন ৷ প্রিয় সুরকারের শোক প্রশমনের শরিক হতে রেখে গিয়েছেন মর্মস্পর্শী শোকবার্তা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
পিতৃহীন শান্তনু মৈত্র, মর্মস্পর্শী বার্তায় শোকসংবাদ জানালেন সুরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল