আরও পড়ুনঃ স্ত্রীর সঙ্গে প্রতারণা, একাধিক নারীসঙ্গ…. ফের প্রাক্তন বউকেই বিয়ে করেন এই নায়ক
একটি নতুন সাক্ষাৎকারে কম বয়সে মা হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন শালিনী পাসি। এমনকী এ-ও জানান যে, নিজের পুত্রসন্তানকে একেবারে যেন নিজের ছোট ভাইয়ের মতো করে মানুষ করেছেন তিনি। দীপক পারিকের সঙ্গে একটি কথোপকথনে শালিনী স্বীকার করে বলেন যে, “আমি খেলনার দোকানে যেতাম। আর আমার ছেলের মতোই উচ্ছ্বসিতে হয়ে উঠতাম। আমি ওকে ডিজনিল্যান্ডে নিয়ে যেতাম। বিভিন্ন রাইডে চেপে ওর মতোই আনন্দ পেতাম। এরপর আমি ওকে বলতাম যে, রবিন, চলো আমরা স্কেটিং ক্লাস করি। সেই কারণে ওকে আইস স্কেটিংয়ে নিয়ে যেতাম। একসঙ্গে আইস স্কেটিং করার পরে আমরা একসঙ্গে স্কি এবং স্কুবা ডাইভিংও করেছি। আমরা অনেকটা ভাইবোনের মতো। বিষয়টা অনেকটা এরকম যে, আমরা একই সঙ্গে বেড়ে উঠেছি।”
advertisement
শালিনী আরও জানান যে, পুত্র রবিন তাঁকে নাম ধরেও ডাকত। তাঁর কথায়, “বেশ অনেকটা সময় ধরেই ও আমায় নাম ধরেই ডাকত। তবে এখন ও আমায় মা বলেই ডাকে।” শালিনী বলে চলেন, “রবিন আমার মাকে ফোন করে আমার নামে নালিশ জানাত।”
ছেলেকে মানুষ করতে গিয়ে নিজের জীবনই উৎসর্গ করে দিয়েছেন বলে জানান শালিনী। একটি ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, “আমি আসলে ওকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিতাম না। ওর মধ্যে জল মিশিয়ে দিতাম ওকে। ফলে বেশ কিছুটা সময় ধরে কোল্ড ড্রিঙ্কের আসল স্বাদ জানতোই না ও। একবার আমার ছেলে একটা জন্মদিনের পার্টিতে গিয়েছিল। সেখানেই কোক পান করেছিল। এরপর ও আমার কাছে এসে বলে, মা, আমি কোক খেলাম। কী ভাল খেতে! এরপর বলে যে, আমাদের বাড়িতে খুবই বাজে কোক আসে। সেই কারণে আমার মায়ের কাছে ফোন করেও নালিশ করেছিল।”
প্রসঙ্গত ‘ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’-এ ঋদ্ধিমা কাপুর সাহানি, কল্যাণী সাহা চাওলা, ভাবনা পাণ্ডে, নীলম কোঠারি, মাহিপ কাপুর এবং সীমা সজদেহ-র পাশাপাশি দেখা গিয়েছে শালিনী পাসিকেও। তিনি আদতে দিল্লির বাসিন্দা।