বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক সুভাষ ঘাই ‘পরদেশ’ ছবির কিছু বিহাইন্ড-দ্য-সিনের গল্প ভাগ করে নিয়েছিলেন। তাঁর কথায়, “আমরা এই গানটা শেষে রেখেছিলাম। শ্যুটিংয়ের আর ২ দিনই বাকি ছিল। আর গোটা ছবি জুড়েই সাহায্য করে গিয়েছেন শাহরুখ খান। কিন্তু শেষের দিকে গিয়ে ২ দিন আগেই তাঁকে চলে যেতে হয়েছিল। কারণ ওই সময় হয়তো অন্তঃসত্ত্বা ছিলেন গৌরী। শাহরুখ বলেছিলেন যে, তাঁকে দিল্লি যেতেই হবে এবং আরও ২-৩ দিন থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না।” গানটির প্রথম দিনের শ্যুটিং হয়েছিল লস অ্যাঞ্জেলসে। ঠিক তার পরের দিনই শাহরুখের চলে যাওয়ার কথা ছিল। তাই পরিচালক সুভাষ ঘাই তাঁকে তাড়াতাড়ি চলে আসতে বলেছিলেন।
advertisement
স্মৃতি হাতড়ে স্বনামধন্য পরিচালক বলে চলেন যে, “আমি ওঁকে সকাল ৭টার দিকে চলে আসতে বলেছিলেন। গাড়িও প্রস্তুত ছিল। আর আমি ওঁকে তিনটি মাত্র ক্লোজ-আপ শট দেওয়ার কথা বলেছিলাম। সেই দিন সকালে মাত্র ২ ঘণ্টায় ওই গানটির চিত্রায়ণ করেছিলাম আমি। বাকি দৃশ্যগুলি এমনকী বিভিন্ন জায়গায় শাহরুখের গাড়ি চালানোর শটগুলি বডি ডাবলকে দিয়েই শ্যুটিং করানো হয়েছিল। কোনও রকম বিলম্ব ছাড়াই গোটা গানটির শ্যুটিং এভাবেই সম্পন্ন হয়েছিল।” ১৯৯৭ সালের অগাস্ট মাসে মুক্তি পেয়েছিল ‘পরদেশ’। এরপর ওই বছরের নভেম্বর মাসে জন্ম নিয়েছিলেন শাহরুখ এবং গৌরীর প্রথম পুত্রসন্তান আরিয়ান। আর ‘ইয়ে দিল দিওয়ানা’ গানটিও ব্যাপক হিট হয়েছিল। আর সেই গানের হাত ধরেই শুরু হয়ে গিয়েছিল সুপারস্টার শাহরুখ খান এবং খ্যাতনামা সঙ্গীতশিল্পী সোনু নিগমের সেই কালজয়ী জুটি। ফলে অভিনেতার সমস্ত বড় বড় হিট গানে গলা দিয়েছিলেন সোনু।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন শাহরুখ খান। তাঁর কেরিয়ারের জন্য এই পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তিনি এ-ও প্রমাণ করে দিয়েছেন যে, বহুমুখী চরিত্রে তিনি কতটা সাবলীল! এরপর কন্যা সুহানা খানের সঙ্গে শাহরুখকে ‘কিং’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে।