advertisement
কিছু দিন আগেই জওয়ান ছবির অনবদ্য সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান শাহরুখ৷ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘ঈশ্বরের করুণা৷ আমাদের পাঠান সফল হয়েছিল৷ জওয়ান-এর প্রতিও ঈশ্বরের করুণা আছে৷ প্রজাতন্ত্র দিবসের মতো পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়ে আমরা শুরু করেছিলাম৷ জন্মাষ্টমীতে মুক্তি পেয়েছিল ‘জওয়ান’৷ বড়দিনে আমরা আপনাদের জন্য ‘ডাঙ্কী’ আনব৷’’ তিনি জাতীয় সৌভ্রাতৃত্বকে যে সব সময় গুরুত্ব দেন, সে কথার উল্লেখ করেন৷ আরও বলেন, ‘‘গত ২৯ বছর ধরে আমি যে কাজ করেছি, তার থেকেও বেশি কঠোর পরিশ্রম করছি৷ আরও পরিশ্রম আমি করব৷’’
শাহরুখ একা নন৷ বলিউড জুড়ে তারকারা মেতে উঠেছেন গণেশ চতুর্থী উৎসবে৷ শিল্পা শেট্টী, অর্পিতা খান শর্মা, মনীশ মালহোত্র-সহ বহু তারকা তাঁদের বাড়িতে গণেশ চতুর্থী পালনের আয়োজন করেন৷ সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চিত টিনসেল টাউনের গণপতি উৎসবের ছবি৷