TRENDING:

‘আমার মতোই হয়েছে’! ছেলে আরিয়ানের ছবিতে লিখলেন মুগ্ধ শাহরুখ

Last Updated:

Shahrukh Khan on Aryan Khan : সম্প্রতি জীবনের প্রথম ব্র্যান্ড ক্যাম্পেইন করলেন শাহরুখতনয় আরিয়ান ৷ মঙ্গলবার সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন ফোটোশুটের ছবি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ছেলের গর্বে গর্বিত শাহরুখ খান ৷ বড় ছেলে আরিয়ানের মধ্যে নিজের ছায়া দেখতে পেয়ে সামাজিক মাধ্যমে লিখেই ফেললেন ‘‘আমার মতো হয়েছে৷’’ সঙ্গে শেয়ার করলেন ছেলের ছবির মতো একই ভঙ্গিমায় তাঁর নিজের ছবিও ৷ সিনিয়র ও জুনিয়র খানের ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷
সিনিয়র ও জুনিয়র খানের ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও
সিনিয়র ও জুনিয়র খানের ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও
advertisement

সম্প্রতি জীবনের প্রথম ব্র্যান্ড ক্যাম্পেইন করলেন শাহরুখতনয় আরিয়ান ৷ মঙ্গলবার সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন ফোটোশুটের ছবি ৷ তিনি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া পান বাবা মায়ের কাছ থেকে ৷

advertisement

ছেলেকে দেখে গৌরী তো অভিভূত ৷ শাহরুখ আবার ভাবছেন আরিয়ানের পরনের টি শার্ট আসলে তাঁর ৷ বাদশাহর স্বভাবসিদ্ধ রসিকতার সঙ্গে মিশে আছে প্রচ্ছন্ন গর্বও ৷

advertisement

বাঁ হাতের উপর শরীরের ভার পুরো রেখে আরিয়ানের প্রায়-উড়ন্ত ছবি দেখে ভালবাসা জানিয়েছেন গৌরী ৷ একই ছবিতে শাহরুখ লিখেছেন ‘‘দেখতে সত্যি দারুণ লাগছে ৷ এবং যেমন বলা হয় বাবার মধ্যে যা কিছু সুপ্ত তার সবই মুখর হয়ে ওঠে ছেলের মধ্যে ৷ তবে যাই হোক, ধূসর টি শার্টটা কিন্তু আমার৷’’ স্ত্রী গৌরীর ট্যুইট শেয়ার করে শাহরুখ একই ভঙ্গিমায় তাঁর নিজেরও ছবি শেয়ার করেন ৷ সঙ্গে লেখেন ‘‘আমার মতোই হয়েছে৷’’

advertisement

আরও পড়ুন : ‘আর করব না,ম্যাম’! ছাত্রের দুষ্টুমিতে 'রাগী' শিক্ষিকার রাগ ভাঙাতে খুদে পড়ুয়ার মরিয়া প্রয়াস ভাইরাল

আরও পড়ুন :  প্রয়াত ফরাসি পরিচালক গোদার, ৯১ বছর বয়সে বিদায় 'ব্রেথলেস' নির্মাতার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধুমাত্র বাবা মায়ের থেকেই নয় ৷ আরিয়ান বাহবা পেয়েছেন বলিউডের মহীপ কপূর, সঞ্জয় কপূর, সীমা সজদেহ এবং পূজা দাদলানির কাছ থেকেও ৷ শুধু ছেলের গুণে মুগ্ধ হওয়াই নয় ৷ শাহরুখ ব্যস্ত রয়েছেন তাঁর কাজ নিয়েও ৷ সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে তিনি সহ-প্রযোজনা করেন ‘ডার্লিংস’৷ তাঁর অনুরাগীরা এখন অপেক্ষা করছেন কিং খানের আসন্ন ছবি ‘পঠান’-এর জন্য ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমার মতোই হয়েছে’! ছেলে আরিয়ানের ছবিতে লিখলেন মুগ্ধ শাহরুখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল