TRENDING:

বনশালির ছবিতে জুটি বাঁধবেন শাহরুখ-কঙ্গনা?

Last Updated:

বলিউডে শোরগোল৷ দেবদাসের পর ফের নাকি সঞ্জয়লীলা বনশালির ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে শোরগোল৷ দেবদাসের পর ফের নাকি সঞ্জয়লীলা বনশালির ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান ! এমনকী, শোনা গিয়েছে একটি নয়, বরং দুটো ছবির জন্য শাহরুখ খানের সঙ্গে কথা বলেছেন বনশালি ৷ একটি পিরিয়াড ছবি ও অন্যটি ড্রামা !
advertisement

তবে খবরটা শুধু এটিই নয়, সঙ্গে খবরে রয়েছে অন্য চমকও ৷ বনশালির এই ছবিতেই নাকি দেখা যেতে পারে শাহরুখ ও কঙ্গনা রানাওয়াতকে ৷ তবে এ ব্যাপারে আপাতত, কোনও রকম সবুজ সংকেত পাওয়া যায়নি শাহরুখ, কঙ্গনার কাছ থেকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

শাহরুখ আপাতত ব্যস্ত আনন্দ এল রাইয়ের নতুন ছবিতে ৷ অন্য দিকে কঙ্গনাও ব্যস্ত ঝাঁসির রানি লক্ষ্মী বাঈকে নিয়ে তৈরি একটি পিরিয়ড ড্রামায়!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বনশালির ছবিতে জুটি বাঁধবেন শাহরুখ-কঙ্গনা?