বলিউড সূত্রে খবর, জার্সিতে একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন শাহিদ (Shahid Kapoor Injury)। সেই ছবিতে নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে গিয়ে বহু সময় ধরে ক্রিকেটের প্র্যাকটিস করেছেন তিনি (Shahid Kapoor Injury)। সেই সময় সেটেই হাতে গুরুতর চোট পেয়েছিলেন শাহিদ। চোট এতটাই মারাত্মক ছিল েয, শাহিদের হাতে ২৫টি সেলাই পড়েছে। শাহিদ এই ছবিতে এমন এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন, যিনি দীর্ঘদিন মাঠের বাইরে থেকে ফেরার চেষ্টায় মগ্ন। কিন্তু কী ভাবে শ্যুটিংয়ের সময় আহত হলেন শাহিদ?
advertisement
আরও পড়ুন: বিয়ের পর প্রথম ভিকিকে কী রান্না করে খাওয়ালেন ক্যাটরিনা? দেখুন
ইনস্টাগ্রােম নিজেই শেয়ার করেছেন ক্রিকেট অনুশীলনের ভিডিও। সেখানে দেখা গিয়েছে, নিজের চরিত্র ফুটিয়ে তুলতে কী তুমুল অনুশীলন করছেন অভিনেতা। ভিডিওতে ট্রেনারের উদ্দেশ্যে শাহিদকে বলতে শোনা গিয়েছে, 'চিন্তা করো না, করে নেব আমি। করাতে থাকো, ছাড়বে না'। এর পর ফের শাহিদকে বলতে শোনা যায়, 'তুমি তো জানো আমি জীবনে কখনও এটা খেলিনি'। ভিডিও শেয়ার করে শাহিদ ক্যাপশনে লিখেছেন, 'এটায় আমার রক্ত রয়েছে'। অর্থাৎ, শ্যুটিং সেটে আহত হয়ে রক্তপাতের কথাই ইঙ্গিত করেছেন অভিনেতা।
আরও পড়ুন: অভিষেক বচ্চনের 'বব বিশ্বাস' কি শাশ্বত চট্টোপাধ্যায় দেখেছেন? অভিনেতা বললেন...
এই ছবিতে বাবা পঙ্কজ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শাহিদকে। তাঁর কোচের ভূমিকায় অভিনয় করবেন পঙ্কজ কাপুর। কয়েকদিন আগে বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শাহিদ বলেছেন, 'বাবার সঙ্গে কাজ করা মুশকিলই না, খুব ভয়েরও'। তেলগু ছবির হিন্দি রিমেক হতে চলেছে শাহিদের 'জার্সি' ছবিটি। তেলগুতেও এই নামেই দেখা গিয়েছে এই ছবি। আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির।
