TRENDING:

রণবীর হবেন রাম, লক্ষণ শাহিদ !

Last Updated:

শাহরুখ-কাজলকে নিয়ে ‘দিলওয়ালে’ ডাহা ফ্লপ ! তবে তাতে খুব একটা দুশ্চিন্তায় নেই পরিচালক রোহিত শেট্টি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শাহরুখ-কাজলকে নিয়ে ‘দিলওয়ালে’ ডাহা ফ্লপ ! তবে তাতে খুব একটা দুশ্চিন্তায় নেই পরিচালক রোহিত শেট্টি ৷ তাই তো ঘোষণা করে ফেললেন নতুন ছবির ৷ তবে রোহিতের এই নতুন ছবি, নতুন হয়েও পুরনো ! মানে রোহিত এবার মন দিয়েছেন রিমেক ছবিতে ৷ তাও আবার ১৯৮৯ সালের সুপারহিট ছবি ‘রাম-লক্ষণ’ !
advertisement

‘রাম-লক্ষণ’ ছবির রিমেক করতে চলেছেন রোহিত শেট্টি ৷ আর সেই ছবিতে চমক হিসেবে রোহিত নিতে চলেছেন রণবীর সিং ও শাহিত কাপুরকে ৷ আর এই ছবিতে রণবীর হবেন রাম আর শাহিদ হবে লক্ষণ ৷ তবে দুই হিরো ঠিক হলেও, রণবীর আর শাহিদের জন্য নায়িকা এখনও ঠিক করে উঠতে পারেননি রোহিত ! চলছে খোঁজ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর হবেন রাম, লক্ষণ শাহিদ !