TRENDING:

মেট্রোতে ঝুলে পড়লেন শাহরুখ !

Last Updated:

ভাবছেন এ আবার কী কাণ্ড ৷ কোথায় আবার ঝোলা ঝুলি করছেন শাহরুখ খান ! আর কেনই বা ঝোলা ঝুলি করছেন তিনি ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভাবছেন এ আবার কী কাণ্ড ৷ কোথায় আবার ঝোলা ঝুলি করছেন শাহরুখ খান ! আর কেনই বা ঝোলা ঝুলি করছেন তিনি ?
advertisement

গপ্পোটা হল, শাহরুখ এখন ব্যস্ত দুটো কাজে ৷ এক নতুন ছবি ‘জব হ্যারি মিটস সেজল’-এর প্রোমোশনে, আর দুই হল আনন্দ এল রাইয়ের ছবির শ্যুটিংয়ে ৷ আর যেখানে শাহরুখ সেখানে প্রোমোশনের কায়দা তো নতুন হবে ৷ শাহরুখের এই ঝোলাঝুলি ওই ছবির প্রোমোশনের কারণেই !

গোটা বিশ্বে মুক্তি পেয়েছে স্পাইডার ম্যান ৷ এই স্পাইডার ম্যানে মত্ত শাহরুখ খানও ৷ আর তাই হ্যারি মিটস সেজল সিনেমার প্রোমাশনে নিয়ে আসলেন স্পাইডার ম্যাজিক ৷ সম্প্রতি দিল্লি মেট্রোতে চেপে, হাতল ধরে একেবারে উলটে ঝুলে পড়লেন শাহরুখ ৷ আর বললেন, এটা একেবারেই স্পাইডার ম্যান জ্বর!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
মেট্রোতে ঝুলে পড়লেন শাহরুখ !