ডানকির নানা ঝলকে প্রত্যেকের সাদামাটা জীবন, দেশ ছেড়ে বিদেশে যাওয়া, অস্তিত্বের লড়াই, সবই যেন এক সূত্রে গেঁথে রেখে দেওয়া হল দর্শকের সামনে। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র প্রেক্ষাপট পঞ্জাব এবং অভিবাসন। তরুণ প্রজন্মের উন্নত জীবনযাত্রার জন্য বিদেশে গিয়ে নতুন জীবন তৈরি আর সেই স্বপ্নপূরণের যাবতীয় ওঠাপড়াই ‘ডানকি’র প্রাণ।
আরও পড়ুন: ঘরোয়া বিয়ে, পেটপুজো রাজকীয়! মাটন থেকে পোলাও, পরম-পিয়ার রিসেপশনে দারুণ ভুরিভোজ
advertisement
চলতি বছরে দু’টি ছবিতেই অ্যাকশন হিরোর অবতারে দেখা গিয়েছিল শাহরুখকে। মনে করা হয়েছিল, ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর ‘ডানকি’ দিয়েই স্বাদ বদল হবে দর্শকের। কিন্তু এই ছবিতেও থেকে গেল চেনা ফর্মুলা। পর্দায় আরও একবার হাতে বন্দুক তুলে নিলেন শাহরুখ। আরও একবার তাক লাগালেন মারকাটারি দৃশ্যে। তবে শুধুই অ্যাকশন নয়, ‘ডানকি’র পরতে পরতে জড়িয়ে লড়ে যাওয়ার ইচ্ছা, আবেগ।
আরও পড়ুন: বন্ধু পরমের বিয়ে হয়ে গেল অবশেষে! উচ্ছ্বসিত সৃজিত, রসিকতা করেই একী বলে ফেললেন
‘ডানকি’ নানা ঝলক নিয়ে যখন এত শোরগোল, তারই মাঝে শাহরুখ এক্স (পূর্বে ট্যুইটার) তাঁর এক ভক্তের বানানো ভিডিও শেয়ার করে নেন। যেখানে দেখা যাচ্ছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর একটি দৃশ্যের সঙ্গে ডানকির একটি দৃশ্য জোড়া হয়েছে। দুটি ভিডিওতেই দেখা গিয়েছে কিং খান একই রকম দেখতে টি-শার্ট পরে ছুটছেন। মূলত ‘দিলওয়ালে দুলহানিয়া…’ প্রসঙ্গ টেনে ওই শাহরুখ অনুরাগী লিখেছেন ‘ এই দুই ছবির মাঝে আমরা বড় হয়ে গেলাম, কিন্তু শাহরুখ আপনি যখন এই দুই সময়কে একই ফ্রেমে দেখবেন তখন আপনার ঠিক কেমন লাগবে সেটাই খুব জানতে ইচ্ছা করছে।’
তার প্রত্যুত্তরে অভিনেতা লেখেন, ‘ জীবন মানেই ছুটে চলা, আমি খুব খুশি যে ১১ টা সার্জারির পরও আমি এভাবেই ছুটে যেতে পারছি, আর একই টিশার্টও আমার গায়ে ভাল ভাবে আটছে।’