শুক্রবার সকাল ১০টা থেকেই শুরু হয়েছিল ‘জওয়ান’-এর টিকিটের প্রি-বুকিং। সেদিনই দুপুর ৩টের মধ্যেই সিনেমাটির হিন্দি সংস্করণের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা এসেছিল ছবির ঝুলিতে। তামিল সংস্করণ থেকে এসেছে প্রায় ১৫-২০ লক্ষ টাকা। দেখা গিয়েছে সব মিলিয়ে এখনই ‘জওয়ান’-এর ভাঁড়ারে এসেছে চার কোটিরও বেশি।
আরও পড়ুন: জোর টক্কর ভাইজানকে! অগ্রিম বুকিং শুরু হতেই রেকর্ড গড়ল শাহরুখের ‘জওয়ান’
advertisement
দিল্লি বা মুম্বইয়ে টিকিটের দাম ছুঁয়েছে ২০০০ টাকার উপরে। কোথাও কোথাও তা ২,৪০০ টাকাতেও পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে ছবির টিকিটের দাম শুরু হচ্ছে ৬০ টাকা থেকে। কিন্তু সর্বোচ্চ টিকিটের দাম শুনে আঁতকে উঠবেন।
কলকাতা শহর বা শহরতলিতে এখনও পর্যন্ত কম দামে টিকিট বিক্রি করছে সিঙ্গল স্ক্রিনগুলি, যেমন বারাসতের ‘লালি’, কলকাতার ‘মিনার’, ‘পদ্মা’ বা ‘বসুশ্রী’তে যেমন ৬০ টাকা, ১০০ টাকা দামেও টিকিট মিলছে।
কিন্তু মাল্টিপ্লেক্সে শাহরুখের নতুন ছবির দাম প্রায় আকাশছোঁয়া। তবে এ কথাও সত্যি যে একাধিক দামে টিকিট পাওয়া যাচ্ছে। তবে সর্বোচ্চ দামে অনেকেরই চক্ষু ছানাবড়া। হাজার ছাড়িয়েছে একাধিক সিনেমাহলের একাধিক শো-এ। শহরে এখনও পর্যন্ত সর্বোচ্চ টিকিটের দাম ১৮০০ ছাড়িয়েছে। সাউথ সিটি মলের আইনক্স ইনসিগনিয়াতে টিকিটের দাম ১৮৩০ টাকা। এরকম বিভিন্ন শপিং মলের আইনক্সে টিকিটের গাম ১০০০ ছাড়িয়েছে বা হাজার ছুঁই ছুঁই।
প্রথম দিনের প্রথম শো দেখার হিড়িক তুমুল। আগামী ৭ সেপ্টেম্বরের জন্য কলকাতায় ইতিমধ্যে একাধিক হলে সকালের শোগুলিতে সমস্ত আসন ভর্তি হয়ে গিয়েছে।