সেখানে সেই অহনা নামে একরত্তিকে প্রশ্ন করা হয়েছে, 'তুমি কোন ছবি দেখতে এসেছ?' সে উত্তর দেয়, 'পাঠান' । এর পরেই প্রশ্ন, 'ছবিটা তোমার ভাল লেগেছে?' খুদের সটান জবাব, 'না' ।
এক নেটিজেন এই ভিডিওটির দিকে শাহরুখের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ততায় উত্তর দিয়েছেন 'বাদশা'ও। তিনি লেখেন, ' আমাকে আরও পরিশ্রম করতে হবে । যে দর্শকরা বয়সে ছোট, তাদের হতাশ করা যাবে না। দেশের যুব সম্প্রদায়ের প্রশ্ন!'
advertisement
আরও পড়ুন: এ বার আমিরের রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ! ২য় সপ্তাহেও ছুটছে 'পাঠান'
আরও পড়ুন: 'সম্পর্ক' অতীত! দেব-শুভশ্রীর যে ঘনিষ্ঠ দৃশ্যগুলি পারদ চড়িয়েছে, দেখে নিন
এখানেই শেষ নয়। সেই খুদে দর্শকের জন্য একটি পরামর্শও দেন শাহরুখ। লেখেন 'ওকে ডিডিএলজে দেখান। হয়তো ওর রোম্যান্টিক ছবি পছন্দ। বাচ্চাদের মন বোঝা দায়!'
শাহরুখের এই উত্তরে আপ্লুত নেটিজেনরা। অভিনেতার ট্যুইটের নীচে মন্তব্য করে সে কথা জানিয়েছেন অনেকেই।
বক্স অফিসে দুর্বার গতিতে ছুটছে 'পাঠান'। ছবিটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস জানিয়েছে, এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে ৪৫৩ কোটি ও বিদেশে ২৭৬ কোটি টাকা আয় করেছে ছবিটি।