এই ডিয়াভল ব্র্যান্ডের সংযুক্তিকরণ রয়েছে ডিজনির সঙ্গে। এ নিয়ে দ্বিতীয়বার সম্প্রতি স্ট্রিটওয়্যার কালেকশন লঞ্চ করা হয়েছে এই ব্র্যান্ডের। এতে রয়েছে সোয়েটশার্ট, ডেনিম জ্যাকেট। তাকে এক্স সিগনেচার রয়েছে। জানা গিয়েছে যে ডেনিম জ্যাকেটটি পরে বিজ্ঞাপন করেছেন শাহরুখ ও সুহানা সেই জ্যাকেটটির দাম ৯৯ হাজার টাকা।
আরও পড়ুন: বাজারে খেজুরের নামে চিনা জুজুবি বিক্রি হয়! কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার সহজ উপায় জানুন
advertisement
সংবাদসংস্থা সূত্রে খবর, লঞ্চ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২টি ৯৯ হাজার টাকা দামের ডেনিম জ্যাকেট বিক্রি হয়েছে। তবে এই সব পোশাকের দাম প্রথমবার প্রকাশ্যে আসতেই মাথা ঘুরে যাওয়ার জোগাড়। আর সেটা হওয়াটাই তো স্বাভাবিক। কারণ আরিয়ানের ব্র্যান্ডের তৈরি একটি টিশার্টের দাম ২৪ হাজার টাকা। জ্যাকেট কিনতে হলে খরচ হবে প্রায় ২ লক্ষ টাকা। যদিও প্রথম দিনেই অনলাইনে সব বিক্রি হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: ২০২৪-এ বাচ্চাদের এই নামগুলি বিলুপ্ত হয়ে যাবে? অবাক করা সব নাম তালিকায়! জানুন
তবে ছেলের নিজস্ব ব্র্যান্ডের এমন দাম দেখে সরাসরি শাহরুখকে সমাজমাধ্যমে অভিযোগ করে বসলেন এক অনুরাগী। তবে শাহরুখ তো চুপ থাকার মানুষ নন। পাল্টা জবাবও দেন তিনি। ট্যুইটে এক ব্যবহারকারীর দাম কমানোর প্রস্তাবে জবাব দিয়ে শাহরুখ খান লিখেছিলেন, ‘ওরা আমাকেও কম দামে বিক্রি করছে না। দেখি, কিছু একটা করতে হবে।’