TRENDING:

Shah Rukh Khan Son Aryan Khan: টলতে টলতে গাড়িতে উঠছে শাহরুখের বড় ছেলে, মদ্যপ আরিয়ানের এই ভিডিও এখন সংবাদ শিরোনামে! দেখুন

Last Updated:

Shah Rukh Khan Son Aryan Khan: বেরনোর সময় শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানকে যে অবস্থায় দেখা গিয়েছে এখন সেই ভিডিওই সংবাদ শিরোনামে। দেখেছেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বর্ষবরণের পার্টি। আর সেখানে মদ খেয়ে হই-হুল্লোড় যেন রেওয়াজ। মুম্বইতে তেমনই একটি পার্টিতে ২০২৪-এর ৩১ ডিসেম্বরের রাতে গিয়েছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। সেখান থেকে বেরনোর সময় আরিয়ানকে যে অবস্থায় দেখা গিয়েছে এখন সেই ভিডিওই সংবাদ শিরোনামে।
আরিয়ান ও শাহরুখ
আরিয়ান ও শাহরুখ
advertisement

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে পাব থেকে পার্টি করে বেরিয়ে যাচ্ছেন আরিয়ান খান। তাঁকে ঘিরে রেখেছেন দেহরক্ষীরা। মদ্যপ অবস্থায় টলতে টলতে গেট পেরিয়ে গাড়িতে উঠছেন আরিয়ান। দেহরক্ষীদের একজন তাঁকে হাত দিয়ে ধরে রেখেছেন। নেশায় চুর হয়ে হাঁটতে পারছিলেন প্রায় আরিয়ান। এমনই অভিযোগ নেটিজেনের। অনেকেই এর জন্য ফের শাহরুখ খানকে দায়ী করে কমেন্ট করেছেন।

advertisement

আরও পড়ুন: বিরাট খবর! নিজেদের হাতে থাকা ৯৫ ভারতীয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল বাংলাদেশ! তোলপাড় ভারতেও

সূত্রের খবর, আরিয়ানের সঙ্গে পার্টিতে গিয়েছিলেন তাঁর চর্চিত প্রেমিকা তথা ব্রাজিলিয়ান মডেল লরিসা বনসি। আরিয়ানের সঙ্গেই বেরিয়ে যান লরিসাও। আরিয়ানের পরনে ছিল কালো প্যান্টের সঙ্গে সাদা টি-শার্ট ও নীল জ্যাকেট। ল্যারিসা পরেছিলেন চকচকে গোলাপি মিনি ড্রেস।

advertisement

আরও পড়ুন: কথায় কথায় দার্জিলিং বলেন-বেড়াতে যান! বলুন তো দার্জিলিং কথার মানে কী? জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২১ সালের অক্টোবর মাসে মাদকচক্রে আরিয়ানের নাম জড়িয়েছিল। বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজ থেকে আরিয়ান এবং তাঁর সঙ্গীদের আটক করা হয়েছিল। পরে গ্রেফতার করা হয় শাহরুখপুত্রকে। প্রায় ২৬ দিন হাজতে থাকতে হয়েছে আরিয়ানকে। ছেলের এই অবস্থায় স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন শাহরুখ। সমস্ত শ্যুটিং বাতিল করে ছেলেকে জামিনের জন্য মরিয়া হয়ে যান। শেষে বম্বে হাই কোর্ট শাহরুখের ছেলের জামিন মঞ্জুর করে। পরে আরিয়ানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan Son Aryan Khan: টলতে টলতে গাড়িতে উঠছে শাহরুখের বড় ছেলে, মদ্যপ আরিয়ানের এই ভিডিও এখন সংবাদ শিরোনামে! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল