আরও পড়ুন-
advertisement
এর আগে নিজের প্রয়োজনা সংস্থার সিনেমা লাভ হোস্টেলের ট্রেলারও শেয়ার করেছিলেন শাহরুখ। হরিয়ানার পটভূমিতে লাভ হোস্টেল (Love Hostel) এক নববিবাহিত দম্পতির গল্প বলে, দুই চরিত্রই দুই ধর্মের। আহমেদ চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসসি (Vikrant Massey) এবং জ্যোতির চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা (Sanya Malhotra)। একটি সরকারি শেলটার হোমে আশ্রয় চায় এই দম্পতি৷ এই হোমে সেই দম্পতিরাই থাকেন যাদের অভিভাবক বা ধর্মীয় সম্প্রদায়ের তরফে প্রাণহানির বা অন্যান্য ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আহমেদ এবং জ্যোতির প্রেম ও সম্পর্ক জ্যোতির ঠাকুমা বিধায়ক কমলা দিলাওয়ারকে (স্বরূপা ঘোষ) কে ভীষণভাবে ক্ষুব্ধ করে। কমলা রক্ষণশীল এবং ভীষণভাবে চান জ্যোতি বাড়ি ফিরে আসুক যাতে জ্যোতিকে তিনি খুন করতে পারেন। আহমেদ এবং জ্যোতির গতিবিধিকে নজরে রাখতে তিনি একজন হিটম্যানকেও (ববি দেওল) কাজে লাগান। বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে এমন দম্পতিদের হত্যার বিষয়ে খুবই উদ্যোগী ববি দেওলের চরিত্রটি। এই মনোভাবের পিছনে লুকিয়ে রয়েছে অতীতের একটি ঘটনা। চলচ্চিত্রের শেষের মুখে তা জানা যায়। ডাগরের চরিত্রে ববি দেওল নিজের সেটাই দিয়েছেন। তবে সবচেয়ে নজর কেড়েছেন অভিনেতা বিক্রান্ত মাসসি।
আরও পড়ুন- ভিন ধর্মের বিয়ের গল্পে ভিলেন দুর্বল চিত্রনাট্য! দিশাহীন লাভ হোস্টেল
অন্যদিকে, আরিয়ান মুম্বইয়ের আর্থার রোডের জেল থেকে মাদক মামলায় জামিন পাওয়ার পর কেটে গিয়েছে তিন মাসেরও বেশি সময়। পারিবারিক সমস্যা সামলে ফের কাজের ময়দানে নেমে যেতে প্রস্তুত শাহরুখ খান (Shah Rukh Khan)।
SRK অভিনীত রাজকুমার হিরানির পরবর্তী সিনেমার সেট প্রস্তুত হচ্ছে ফিল্ম সিটিতে। অ্যাটলি পরিচালিত নিজের হোম প্রোডাকশনের সিনেমার জন্য দক্ষিণ মুম্বইতে শ্যুটিং শুরু করছেন শাহরুখ (Shah Rukh Khan)। আরিয়ানকে গ্রেফতারের পর থেমেছিল পাঠান সিনেমার চিত্রগ্রহণ। সূত্রের খবর, বাকি থাকা শ্যুটিং শেষ করতে স্পেনে যাবেন শাহরুখ। স্পেন থেকে ফিরে এসেই পরিচালক অ্যাটলির সিনেমার জন্য আবার শ্যুটিং শুরু করবেন এসআরকে (Shah Rukh Khan)। গত বছরের ২১ সেপ্টেম্বর, অ্যাটলির সিনেমার শ্যুটিং শুরু করেছিলেন শাহরুখ। এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে দেখা যাবে নয়নতারাকে।
আরও পড়ুন- 'লাল সিং চাড্ডা দেখেছেন?' ভক্তের প্রশ্নে আমির খানকে নিয়ে মুখ খুললেন শাহরুখ খান!
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমায় দীপিকা পাড়ুকোনের বিপরীতে এক গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। এই সিনেমায় অভিনয় করেছেন জন আব্রাহামও।