‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’ ছবির টিজার দেখেই উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের৷ মাত্র ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজারে করণের রকি ও রানির প্রেমের গল্প ফুটিয়ে তুলেছেন৷ করণ জোহরের সিনেমা মানেই বিরাট বড় ফিল্মি সেট, বরফের মধ্যে শিফন শাড়িতে নায়িকা৷ সম্পর্কের নানা দিক ও রং ফুটে উঠেছে টিজারে৷ ঠিক যেন চেনা সেই ফ্যামিলি ড্রামা৷ বলিউডের কিং খান নিজে করণের ছবির টিজার পোস্ট করে শুভেচ্ছা জানান৷ তিনি লেখেন, ‘পরিচালক হিসেবে ২৫ বছর পার৷ তুমি অনেকটা পথ হেঁটে এসেছ৷ তোমার বাবা ও আর আমার বন্ধু টম আঙ্কেল নিশ্চয় আজ তোমায় কোথা থেকে দেখছেন এবং তোমাকে নিয়ে ভীষণ গর্ববোধ করছেন৷ উনি সবসময়েই তোমাকে বেশি বেশি ছবি তৈরির কথা বলতেন এবং আমরা এটাও জানি যে তুমি সেটা পারো৷ এখানেই শেষ নয়, ছবির প্রশংসা করে শাহরুখ আরও লেখেন, ছবির টিজার দেখে মন ভরে গেল৷ খুব ভাল লাগছে৷ তোমার জন্য অনেক অনেক ভালবাসা এবং পুরো টিমের জন্য অনেক শুভেচ্ছা’৷
advertisement
আরও পড়ুন-৩ কোটির চেক বাউন্স কেস, নীরবতা ভেঙে মুখ খুলে এ কী বললেন আমিশা, তুমুল শোরগোল
আরও পড়ুন-এই বিশেষ কারণেই সুহানাকে নিয়ে প্রচন্ড গর্বিত শাহরুখ, জানলে অবাক হবেন
দেখতে দেখতে বলিউডের ২৫ বছর পার করে ফেললেন করণ জোহর৷ ভায়াকম ১৮ এবং ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’৷ প্রতিবারের নতো এবারও রোম্যান্টিক ছবি ভক্তদের উপহার দিতে চলেছেন পরিচালক৷ আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আলিয়া ও রণবীর অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’৷