SRK অভিনীত রাজকুমার হিরানির পরবর্তী সিনেমার সেট প্রস্তুত হচ্ছে ফিল্ম সিটিতে। অ্যাটলি পরিচালিত নিজের হোম প্রোডাকশনের সিনেমার জন্য দক্ষিণ মুম্বইতে পরের সপ্তাহ থেকেই শ্যুটিং শুরু করবেন শাহরুখ (Shah Rukh Khan)। আরিয়ানকে গ্রেফতারের পর থেমেছিল পাঠান সিনেমার চিত্রগ্রহণ। সূত্রের খবর, বাকি থাকা শ্যুটিং শেষ করতে স্পেনে যাবেন শাহরুখ। স্পেন থেকে ফিরে এসেই পরিচালক অ্যাটলির সিনেমার জন্য আবার শ্যুটিং শুরু করবেন এসআরকে (Shah Rukh Khan)।
advertisement
আরও পড়ুন- বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন বিক্রান্ত মাসসি-শীতল ঠাকুর! নবদম্পতির বিয়ের ছবি ভাইরাল
গত বছরের ২১ সেপ্টেম্বর, অ্যাটলির সিনেমার শ্যুটিং শুরু করেছিলেন শাহরুখ। এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে দেখা যাবে নয়নতারাকে। পুনেতে এই সিনেমার শ্যুটিং শুরু হয়েছিল। এসআরকের অন্য কাজ পাঠানের শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকেই চলছিল নতুন সিনেমার কাজও। আইপিএল চলাকালীন তাঁদের প্রাথমিক বৈঠকের পরে, অ্যাটলি এবং এসআরকে (Shah Rukh Khan) একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন। এসআরকে সবসময়ই জানিয়েছেন তিনি রিমেকে কাজ করতে চান না। তাই তাঁর জন্য বিশেষভাবে একটি নতুন স্ক্রিপ্ট তৈরি করা হয়। অ্যাটলির এই সিনেমার প্রযোজনা করবে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। তবে এটিও অ্যাকশন প্যাকড বিনোদনমূলক চলচ্চিত্র হবে বলেই আশা করা হচ্ছে। সূত্রের খবর, এসআরকে এই সিনেমায় বাবা ও ছেলে, দু’টি চরিত্রে অভিনয় করবেন। সানিয়া মালহোত্রা এবং সুনীল গ্রোভারও এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন।
আরও পড়ুন- বড়পর্দায় ফিরছে নব্বইয়ের নস্টালজিয়া! শক্তিমানের ভূমিকায় দেখা যাবে কোন অভিনেতাকে?
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমায় দীপিকা পাড়ুকোনের বিপরীতে এক গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। এই সিনেমায় অভিনয় করেছেন জন আব্রাহামও। রাজকুমার হিরানির সিনেমার এখনও নাম ঠিক হয়নি তবে শোনা যাচ্ছে উত্তর ভারতে শ্যুট করা হবে এই সিনেমাটি, তারপর বিদেশেও কিছু জায়গায় হবে শ্যুটিং। একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকেও।