সলমনরে সঙ্গে জুটি বেঁধে অনুষ্কার ‘সুলতান’ বক্স অফিসে ঝড় তুলেছে ৷ ৩০০ কোটি ক্লাবে এন্ট্রি নিয়ে ফেলেছে এই ছবি ৷ সঙ্গে অনুষ্কা কিছুদিন আগেই শেষ করেছেন করণ জোহরের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ৷ করণের ছবিতে অনুষ্কা জুটি বেঁধেছেন রণবীর কাপুরের সঙ্গে ৷ আর এবার ইমতিয়াজ আলির হাত ধরে ফের পর্দায় আসতে চলেছেন শাহরুখ-অনুষ্কা জুটি ৷
advertisement
বলিউডের লড়াইটা অনুষ্কা শুরু করেছিলেন শাহরুখের সঙ্গে জুটি বেঁধেই ৷ যশরাজ ফিল্মসের ব্যানারে অনুষ্কার প্রথম ছবি ‘রব নে বানাদি জোড়ি’তে শাহরুখ-অনুষ্কা জুটি জনপ্রিয় হয়েছিল ৷ প্রশংসিত হয়েছিলেন অনুষ্কা ৷ এর পর আর পিছনে তাকাতে হয়নি অনুষ্কাকে ৷ একটার পর একটা হিট ৷
প্রেম গুঞ্জনেও অনুষ্কা বরাবরই বিন্দাস এন্ট্রি নিয়েছেন ৷ কখনও রণবীর সিংয়ের সঙ্গে, তো কখনও আবার বিরাট কোহলি ৷ এমনকী, নিজে শুরু করেছেন প্রযোজনা সংস্থাও ৷
শাহরুখের সঙ্গে ‘জব তক হ্যায় জান’ ছবিতেও দেখা গিয়েছিল অনুষ্কাকে ৷ সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ !
ইমতিয়াজ আলি নাম না ঠিক হওয়া ছবিটির শ্যুটিং হবে ইউরোপে ৷ জানা গিয়েছে, একেবারে অন্যরকম এক লাভস্টোরি তৈরি করতে চলেছেন ইমতিয়াজ !