একটু ভাল করে লক্ষ্য করতেই দেখা গেলে, এ তো বাদশা নয়, হুবহু যেন শাহরুখ খানের ফোটোকপি৷ অবিকল শাহরুখের মতো দেখতে ব্যক্তিকে নিয়েই তোলপাড় নেটদুনিয়া ‘ফটোকপি’ তো অনেকেই হন, কিন্তু এ তো অবিকল শাহরুখ। বলিউডের বাদশার হামসকলের ছবিতেই মজেছেন নেটিজেনরা। শাহরুখের সঙ্গে এতটাই মিল যে তাকে খবরের শিরোনামে নিয়ে এসেছে।
আরও পড়ুন- গায়ে তোয়ালে জড়িয়ে এ কী করছেন জাহ্নবী! দেখলে চমকে উঠবেন, মুহূর্তে ভাইরাল
advertisement
আরও পড়ুন-সঞ্চালিকার সঙ্গে অসভ্যতামি! নোংরা কটাক্ষ করতেই স্বামীর সঙ্গে যা করলেন পরীমণি
বলি তারকাদের হামশকল-দের ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সলমন ,ঐশ্বর্য, আলিয়া, করিনা কাপুর সকলের ডুপ্লিকেটদের নিয়ে সর্বদাই চর্চা চলে৷ এবার শাহরুখের পালা। একঝলকে দেখলে চেনা দায়। শাহরুখের মতো দেখতে এই ব্যক্তির নাম সুরজ কুমার৷ যিনি ছোটা শাহরুখ নামেই বেশি পরিচিত৷ সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই ভিডিও পোস্ট করেছেন, যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ সেখানেই একাধিক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ কেউ বলছেন এ তো পুরো শাহরুখ৷ আবার কেউ দাবি করেছেন, নব্বইয়ের দশকের শাহরুখ আবার ফিরে এসেছেন৷ কলকাতার ছেলে সুরজ এখন ঝাড়খন্ডে থাকেন৷ সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া৷ প্রায় দেড় লক্ষের বেশি অনুগামী রয়েছে তাঁর৷ প্রায় ১৮০০-র বেশি ভিডিও রয়েছে তার ইনস্টাগ্রামে৷ শাহরুখের বহু ছবির সংলাপেও লিপ মিলিয়েছেন তিনি, যা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে৷