TRENDING:

Dunki SRK: হিরানির বাড়ির সামনেই... ‘ডানকি’তে মুখ্য চরিত্র পাওয়ার জন্য এ কী করেছেন শাহরুখ!

Last Updated:

Dunki SRK: ‘থ্রি ইডিয়টস’-এ ‘র‍্যাঞ্চো’ চরিত্রের জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছিল শাহরুখকেই। কিন্তু সময়ের সমস্যার কথা উল্লেখ করে তিনি সেই অফার প্রত্যাখ্যান করে দেন। এবং চরিত্রটি পরে আমিরের কাছে চলে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ঠিক এক বছর আগে শাহরুখ খান এবং রাজকুমার হিরানি ‘ডানকি’ ছবিটি ঘোষণা করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, শাহরুখ পরিচালককে জিজ্ঞাসা করছেন, তাঁর কাছে ভাল চিত্রনাট্য আছে কিনা। এক বছর পরে মুক্তি পেল ‘ডানকি’ টিজার আর এখন প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অপেক্ষা করছে মাত্র। ঠিক এক মাস পরেই মুক্তি পাবে। এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত)-এ আক্স এসআরকে-তে এক ভক্ত শাহরুখ খানকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি নিজে পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন নাকি হিরানি তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
'ডানকি' নিয়ে শাহরুখ-রাজকুমার
'ডানকি' নিয়ে শাহরুখ-রাজকুমার
advertisement

আরও পড়ুন: আবারও তিনিই রোমান্স কিং! তাপসীর প্রেমে হাবুডুবু শাহরুখ…প্রকাশ পেল ‘ডাঙ্কি’র নতুন গান

শাহরুখের রসবোধ তো সর্বদা জাগ্রত। তিনি উত্তরে বলেন, ‘আমি হিরানির বাড়ির বাইরে তাঁবু খাটিয়ে নিয়েছিলাম। ওখানেই গল্প শুনেছি, ওখানেই সই করে নিয়েছি ছবি। এডিটিংও ওখানেই চলছে।’

প্রসঙ্গত, ‘থ্রি ইডিয়টস’-এ ‘র‍্যাঞ্চো’ চরিত্রের জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছিল শাহরুখকেই। কিন্তু সময়ের সমস্যার কথা উল্লেখ করে তিনি সেই অফার প্রত্যাখ্যান করে দেন। এবং চরিত্রটি পরে আমিরের কাছে চলে যায়। তারপর সুপারহিট হয় সেই ছবি। তখন থেকেই শাহরুখ রাজকুমার হিরানির সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

advertisement

এদিকে আজই প্রকাশ পেল ‘ডানকির নতুন গান। শাহরুখ খান এবং অরিজিৎ সিংয়ের জুটিতে আবারও মুগ্ধ হল দর্শক। নেটদুনিয়ায় শাহরুখ নিজেই লিখেছিলেন, তাঁর ছবিতে অরিজিতের গান থাকবে না, তা অসম্ভব। বুধবার ছবির প্রথম গান সামনে আনলেন স্বয়ং শাহরুখ।

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dunki SRK: হিরানির বাড়ির সামনেই... ‘ডানকি’তে মুখ্য চরিত্র পাওয়ার জন্য এ কী করেছেন শাহরুখ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল