আরও পড়ুন: আবারও তিনিই রোমান্স কিং! তাপসীর প্রেমে হাবুডুবু শাহরুখ…প্রকাশ পেল ‘ডাঙ্কি’র নতুন গান
শাহরুখের রসবোধ তো সর্বদা জাগ্রত। তিনি উত্তরে বলেন, ‘আমি হিরানির বাড়ির বাইরে তাঁবু খাটিয়ে নিয়েছিলাম। ওখানেই গল্প শুনেছি, ওখানেই সই করে নিয়েছি ছবি। এডিটিংও ওখানেই চলছে।’
প্রসঙ্গত, ‘থ্রি ইডিয়টস’-এ ‘র্যাঞ্চো’ চরিত্রের জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছিল শাহরুখকেই। কিন্তু সময়ের সমস্যার কথা উল্লেখ করে তিনি সেই অফার প্রত্যাখ্যান করে দেন। এবং চরিত্রটি পরে আমিরের কাছে চলে যায়। তারপর সুপারহিট হয় সেই ছবি। তখন থেকেই শাহরুখ রাজকুমার হিরানির সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন।
advertisement
এদিকে আজই প্রকাশ পেল ‘ডানকির নতুন গান। শাহরুখ খান এবং অরিজিৎ সিংয়ের জুটিতে আবারও মুগ্ধ হল দর্শক। নেটদুনিয়ায় শাহরুখ নিজেই লিখেছিলেন, তাঁর ছবিতে অরিজিতের গান থাকবে না, তা অসম্ভব। বুধবার ছবির প্রথম গান সামনে আনলেন স্বয়ং শাহরুখ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F