TRENDING:

Shah Rukh Khan And Suhana spotted in New York: নিউইয়র্কে সময় কাটাচ্ছেন বলিউডের কিং খান ও মেয়ে সুহানা খানের, ভাইরাল ভিডিও

Last Updated:

Shah Rukh Khan And Suhana spotted in New York:ইনস্টাগ্রামে বান্টি ভাইয়া নামে পরিচিত একজন ভারতীয় কনটেন্ট নির্মাতা একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে New Balance footwear এর স্টোরে এ শাহরুখ খান ও তাঁর মেয়ে নানা রকম জুতো ট্রাই করছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউইয়র্ক: শাহরুখ খান সম্প্রতি নিউইয়র্কে তাঁর মেয়ে সুহানা খানের সাথে বেশকিছু সময় কাটিয়েছেন। দুজনকেই সেখানে শপিং করতে দেখা গেছে৷ সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি সুহানা ও কিং খান লন্ডনে চুটিয়ে তাঁদের ছুটি উপভোগ করেছেন। ভাইরাল হওয়া ছবিতে শাহরুখকে ক্যাশ কাউন্টারে টাকা মেটাতে দেখা যাচ্ছে। অন্যদিকে সুহানাকে কাউন্টারের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে।
নিউইয়র্কে সময় কাটাচ্ছেন শাহরুখ খান ও সুহানা খান৷
নিউইয়র্কে সময় কাটাচ্ছেন শাহরুখ খান ও সুহানা খান৷
advertisement

আরও পড়ুন: বিগবসের ঘরে সাপ! ভাইরাল ভিডিওতে দেখা গেল ভয়ঙ্কর ঘটনা! তারপর কী হল?

ইনস্টাগ্রামে বান্টি ভাইয়া নামে পরিচিত একজন ভারতীয় কনটেন্ট নির্মাতা একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে New Balance footwear এর স্টোরে এ শাহরুখ খান ও তাঁর মেয়ে নানা রকম জুতো ট্রাই করছে৷ সমাজমাধ্যমে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়৷ ভাইরাল ভিডিওতে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এক মিলিয়নেরও বেশি ভিউ হয়৷ লাইক পড়ে প্রায় ২৭,০০০৷ কমেন্টের সংখ্যা ৩০০ টিরও বেশি৷

advertisement

আরও পড়ুন:‘বোলে চুড়িয়া’ পোশাকে উজ্জ্বল শ্লোকা, দেখে এ কী বললেন করিনা!

বান্টি ভাইয়া ক্লিপে লেখেন, “আমি ‘New Balance footwear’ স্টোরে আছি। এখানে শাহরুখ খান স্যার এবং সুহানা এসেছেন৷’’ বলিউডের কিং খান ও তাঁর কন্যা ‘আর্চিস’ বিখ্যাত সুহানা খান নিউ ইয়র্কে কীভাবে সময় কাটাচ্ছ, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগ্রহের শেষ ছিল না৷

advertisement

একজন কমেন্ট সেকশনে লেখেন, ‘‘শাহরুখ খান, খুবই অহঙ্কারী। আপনি কি ওনার সঙ্গে দেখা ও কথা বলেছেন?’’ উত্তরে বান্টি লিখেছেন, “এমনটা মোটেও নয়। কিং খানের সঙ্গে যাঁরা কথা বলতে এসেছেন, তাঁদের সকলের সঙ্গে তিনি খুব ভাল করে কথা বলেছেন৷”

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শাহরুখ খানের অন্য একজন ভক্ত জানতে চেয়েছেন, শাহরুখ খান এবং সুহানা খানের সঙ্গে আব্রামের মতো অন্য কেউ ছিলেন। উত্তরে সেই কনটেন্ট নির্মাতা জানান, “না আর কেউ ছিল না৷ কেবল অভিনেতা ও তাঁর মেয়েকেই তিনি দেখেছেন’ তিনি আরও বলেন, ‘‘আমি তারপর দোকান থেকে বেরিয়ে যাই৷ কিছুক্ষণ পর ওঁরাও বেরিয়ে যায়। তারপর তাঁরা একটা টার্ন নিয়ে চলে যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan And Suhana spotted in New York: নিউইয়র্কে সময় কাটাচ্ছেন বলিউডের কিং খান ও মেয়ে সুহানা খানের, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল