‘দ্য আর্চিস’-এর মজাদার ট্রেলার ঘিরে উপচে পড়েছে ভক্তদের ইতিবাচক মন্তব্য। আর সবথেকে বড় কথা হল, মেয়ের ডেবিউ ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত খোদ বলিউড বাদশাও। ছবির গোটা টিমের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি নোট শেয়ার করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ ছবির ট্রেলারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, “কালজয়ী সমস্ত চরিত্র নিয়ে সমসাময়িক একটি বিষয়ের উপর তৈরি ‘দ্য আর্চিস’ এমন একটা দুনিয়ায় নিয়ে যাবে, যা রূপকথার মতো। জোয়াও এই ছবিতে এমন নিষ্কলুষ এবং পূর্বকালীন এক মান দিয়েছেন… হয়তো আমাদের বিশ্বের মতো পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি থাকতে পারে। মিষ্টি এবং অর্থবহ এই মজাদার ছবিটির গোটা টিমের জন্য রইল শুভ কামনা।”
আর কিং খানের এই শুভেচ্ছা বার্তা আসতে না আসতেই সমস্ত জায়গা থেকে বিভিন্ন রকম মন্তব্য আসতে থাকে। একজন ভক্ত লিখেছেন, “দ্য আর্চিস-এর জন্য শুভেচ্ছা রইল, সুহানা।” আর এক ভক্ত লিখেছেন, “নতুন নায়িকা প্রস্তুত হচ্ছেন… আমি তো ‘দ্য আর্চিস’ ছবিতে সুহানা খানকে দেখার জন্যই অপেক্ষা করে আছি।”
ট্রেলারে প্রতিফলিত হয়েছে রিভারডেলের সতেরো বছর বয়সী কিছু স্কুলপড়ুয়ার নিখাদ বন্ধুত্ব-প্রেমের কাহিনী। সেই সঙ্গে রয়েছে তাঁদের বেড়ে ওঠার সঙ্গী গ্রিন পার্ক বাঁচানোর জন্য লড়াইও। হাসি-আনন্দ, প্রেম এবং মিউজিক – সব মিলিয়ে এই ছবি ভক্তদের উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি ‘দ্য আর্চিস’ ছবির ট্রেলার পরিচালক জোয়া আখতারের অনন্য সাবলীল দক্ষতার পরিচয়ও দিয়েছে।
আগামী ৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘দ্য আর্চিস’। ইতিমধ্যে ছবির দু’টি গানও মুক্তি পেয়েছে। আর প্রতিটি গানই পছন্দ করেছেন ভক্তরা।