শাহরুখের মতে, এটা একটা খেলা। এবং যে কোনও ক্রীড়ার মতো এখানেও একটা বা দুটো দিন খারাপ যেতেই পারে। দুর্ভাগ্যজনক ভাবে সেটা ফাইনালেই হল। কিন্তু টিম ইন্ডিয়াকে ধন্যবাদ তাদের খেলোয়াড়সুলভ ঐতিহ্য দিয়ে আমাদের গর্বিত করার জন্য। কিং কানের বার্তার শেষে রয়েছে ‘‘তোমরা সারা দেশকে যথেষ্ট আনন্দ দিয়েছো। তোমাদের ভালবাসা ও সম্মান। তোমাদের জন্য আমরা গর্বিত।’’
advertisement
প্রসঙ্গত নাইট রাইডার্স কর্ণধার রবিবার গিয়েওছিলেন আমদাবাদে। সাক্ষী ছিলেন ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের। আগাগোড়া টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করে গিয়েছেন ক্রিকেটভক্ত এই তারকা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের সন্ধ্যায় শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর তিন সন্তান-আরিয়ান, সুহানা এবং আব্রাম।
কাজের দিকেও শাহরুখের সময় এখন তুঙ্গে। ‘পঠান’ ও ‘জওয়ান’-এর তুমুল সাফল্যের পর এ বার মুক্তির অপেক্ষায় ‘ডঙ্কী’। তাপসী পন্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চর, অনিল গ্রোভার-সহ অন্যান্য কুশীলব অভিনীত এই সিনেমা আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। তাঁর ভক্ত ও অনুরাগীরা অপেক্ষার প্রহর গুনছেন।