TRENDING:

Shah Rukh Khan on IND vs AUS ICC World Cup 2023 Final : বিশ্বকাপ অধরা হলেও টুর্নামেন্টে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ শাহরুখের

Last Updated:

Shah Rukh Khan on IND vs AUS ICC World Cup 2023 Final : শাহরুখের মতে, এটা একটা খেলা। এবং যে কোনও ক্রীড়ার মতো এখানেও একটা বা দুটো দিন খারাপ যেতেই পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : পরাজয়েও ভারতীয় ক্রিকেট দলের পাশে শাহরুখ খান। বিশ্বকাপ অধরা হলেও রোহিত শর্মার বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন বাদশা। সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বতন ট্যুইটার) পোস্ট করেছেন তাঁর মন ছুঁয়ে যাওয়া বার্তা। শাহরুখ লিখেছেন ‘‘সারা প্রতিযোগিতায় ভারত যেভাবে খেলেছে সেটা অত্যন্ত সম্মানজনক। যথেষ্ট খেলোয়াড়ি মানসিকতা ও একাগ্রতার পরিচয় রেখেছে টিম ইন্ডিয়া।’’
নাইট রাইডার্স কর্ণধার রবিবার গিয়েওছিলেন আমদাবাদে
নাইট রাইডার্স কর্ণধার রবিবার গিয়েওছিলেন আমদাবাদে
advertisement

শাহরুখের মতে, এটা একটা খেলা। এবং যে কোনও ক্রীড়ার মতো এখানেও একটা বা দুটো দিন খারাপ যেতেই পারে। দুর্ভাগ্যজনক ভাবে সেটা ফাইনালেই হল। কিন্তু টিম ইন্ডিয়াকে ধন্যবাদ তাদের খেলোয়াড়সুলভ ঐতিহ্য দিয়ে আমাদের গর্বিত করার জন্য। কিং কানের বার্তার শেষে রয়েছে ‘‘তোমরা সারা দেশকে যথেষ্ট আনন্দ দিয়েছো। তোমাদের ভালবাসা ও সম্মান। তোমাদের জন্য আমরা গর্বিত।’’

advertisement

প্রসঙ্গত নাইট রাইডার্স কর্ণধার রবিবার গিয়েওছিলেন আমদাবাদে। সাক্ষী ছিলেন ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের। আগাগোড়া টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করে গিয়েছেন ক্রিকেটভক্ত এই তারকা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের সন্ধ্যায় শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর তিন সন্তান-আরিয়ান, সুহানা এবং আব্রাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কাজের দিকেও শাহরুখের সময় এখন তুঙ্গে। ‘পঠান’ ও ‘জওয়ান’-এর তুমুল সাফল্যের পর এ বার মুক্তির অপেক্ষায় ‘ডঙ্কী’। তাপসী পন্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চর, অনিল গ্রোভার-সহ অন্যান্য কুশীলব অভিনীত এই সিনেমা আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। তাঁর ভক্ত ও অনুরাগীরা অপেক্ষার প্রহর গুনছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan on IND vs AUS ICC World Cup 2023 Final : বিশ্বকাপ অধরা হলেও টুর্নামেন্টে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ শাহরুখের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল