বয়কট বাহিনীর তাণ্ডব, দক্ষিণীর ছবির রমরমায় বলিউড যখন এক প্রকার বিধ্বস্ত, তখন ৫৭-র শাহরুখের বুড়ো হারের ভেলকিই আশার আলো দেখালো। তিনি বুঝিয়ে দিলেন, বলিউডে তাঁর বিকল্প আজও নেই। বেশ কয়েক বছর আগের কথা। শাহরুখের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন অনুপম খের। অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, শাহরুখ খানের বিকল্প তৈরি হলে কি হবে? 'কিং' তকমা যদি তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়? হালকা হেসে শাহরুখ বলেছিলেন, "আমিই বলিউডের শেষ তারকা।"
advertisement
আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!
আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?
না, ঔদ্ধত্য বা আস্ফালন নয়। শাহরুখ এ কথা বলেছিলেন নিছক আত্মবিশ্বাস থেকে। একজন নায়কের যতটা সুদর্শন বা ঝকঝকে হওয়া দরকার বলে সাধারণ ভাবে মনে করা হয়, তিনি নিজেকে সে ভাবে কখনওই দেখেননি। কিন্তু নিজের আত্মবিশ্বাসের উপর ভর করেই এতটা পথ হেঁটে গিয়েছেন অভিনেতা।
তাই বোধ হয় লাগাতার ব্যর্থতা, রকমারি বিতর্ক তাঁকে কখনও ছুঁতে পারেনি। রাজার সিংহাসন যে আজও তাঁর, তা বক্সঅফিসের হিসেবনিকেশেই বোঝালেন শাহরুখ। দেখিয়ে দিলেন, আজন্মকাল ধরে বলিউডের ভালবাসার বিগ্রহ তিনিই।