TRENDING:

Jawan Box Office Collection: নিজেকে ছাপিয়ে গেলেন শাহরুখ! ‘পাঠান’কে পেছনে ফেলে মুক্তির প্রথম দিনেই আকাশছোঁয়া লক্ষ্মীলাভ ‘জওয়ান’-এর

Last Updated:

বক্স অফিসের সমস্ত রেকর্ড তছনছ করে মুক্তির প্রথম দিনেই হিন্দি ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করতে চলেছে ‘জওয়ান’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শাহরুখকে ছাপিয়ে গেলেন শাহরুখ নিজেই। ‘পাঠান’কে মাত করে মুক্তির প্রথম দিনেই নতুন রেকর্ড গড়বে ‘জওয়ান’। বক্স অফিসের সমস্ত রেকর্ড তছনছ করে মুক্তির প্রথম দিনেই হিন্দি ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করতে চলেছে ‘জওয়ান’।
নিজেকে ছাপিয়ে গেলেন শাহরুখ! ‘পাঠান’কে ছাপিয়ে মুক্তির প্রথম দিনেই আকাশছোঁয়া লক্ষ্মীলাভ ‘জওয়ান’-এর
নিজেকে ছাপিয়ে গেলেন শাহরুখ! ‘পাঠান’কে ছাপিয়ে মুক্তির প্রথম দিনেই আকাশছোঁয়া লক্ষ্মীলাভ ‘জওয়ান’-এর
advertisement

‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি টাকা। আজ বিকেল ৫ টার মধ্যেই প্রায় ৬৭ কোটি আয় করে ফেলেছে ‘জওয়ান’৷ ‘জওয়ান’-এর কালেকশন দেখে সিনেমাবিদদের ধারণা এই ছবির প্রথম দিনের আয় হতে চলেছে প্রায় ৭৩ কোটি টাকা।

প্রত্যাশা পূরণ ‘জওয়ান’-এর৷ শাহরুখের সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি ঘিরে মুক্তির আগে থেকেই সিনেপ্রেমীদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা৷ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসের রেকর্ড ভাঙল জওয়ান৷ টের পাওয়া গেল জওয়ানকে ঘিরে উত্তেজনার আঁচ৷

advertisement

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে ‘জওয়ান’-এর আয়ের ৬৫ কোটি আসবে হিন্দি মার্কেট এবং বাকি ৪ কোটি তামিল এবং তেলুগু মার্কেট থেকে আসার সম্ভাবনা৷ এভাবেই প্রথম দিনে এই ছবির আয় ৭৩ কোটি হতে চলেছে বলেই বিশেষজ্ঞদের বিশ্বাস৷ অবশ্য হিন্দি, তামিল, তেলেগু ছাড়াও অন্যান্য আরও কিছু ভাষাতে মুক্তি পাবে জওয়ান৷ সমস্ত ভাষায় ছবির মোট আয় ৮৪.৫০ হওয়ার সম্ভাবনা৷

advertisement

আরও পড়ুন: ৫৭-তেও কীভাবে ‘জওয়ান’ শাহরুখ? ফাঁস হল বাদশার ফিটনেস রহস্য

হিন্দি ভাষায় ইতিমধ্যেই জওয়ানের ৪৬‍ শতাংশ শো দখল হয়ে গিয়েছে৷ শহর কলকাতাতেও চড়ছে জওয়ানের পারদ৷ এ শহরে ইতিমধ্যেই ৬৬% শো দখল হয়ে গিয়েছে৷ হায়দরাবাদেও ৬২% শতাংশ শো ‘জওয়ান’-এর হাতের মুঠোয়৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jawan Box Office Collection: নিজেকে ছাপিয়ে গেলেন শাহরুখ! ‘পাঠান’কে পেছনে ফেলে মুক্তির প্রথম দিনেই আকাশছোঁয়া লক্ষ্মীলাভ ‘জওয়ান’-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল