‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি টাকা। আজ বিকেল ৫ টার মধ্যেই প্রায় ৬৭ কোটি আয় করে ফেলেছে ‘জওয়ান’৷ ‘জওয়ান’-এর কালেকশন দেখে সিনেমাবিদদের ধারণা এই ছবির প্রথম দিনের আয় হতে চলেছে প্রায় ৭৩ কোটি টাকা।
প্রত্যাশা পূরণ ‘জওয়ান’-এর৷ শাহরুখের সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি ঘিরে মুক্তির আগে থেকেই সিনেপ্রেমীদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা৷ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসের রেকর্ড ভাঙল জওয়ান৷ টের পাওয়া গেল জওয়ানকে ঘিরে উত্তেজনার আঁচ৷
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে ‘জওয়ান’-এর আয়ের ৬৫ কোটি আসবে হিন্দি মার্কেট এবং বাকি ৪ কোটি তামিল এবং তেলুগু মার্কেট থেকে আসার সম্ভাবনা৷ এভাবেই প্রথম দিনে এই ছবির আয় ৭৩ কোটি হতে চলেছে বলেই বিশেষজ্ঞদের বিশ্বাস৷ অবশ্য হিন্দি, তামিল, তেলেগু ছাড়াও অন্যান্য আরও কিছু ভাষাতে মুক্তি পাবে জওয়ান৷ সমস্ত ভাষায় ছবির মোট আয় ৮৪.৫০ হওয়ার সম্ভাবনা৷
আরও পড়ুন: ৫৭-তেও কীভাবে ‘জওয়ান’ শাহরুখ? ফাঁস হল বাদশার ফিটনেস রহস্য
হিন্দি ভাষায় ইতিমধ্যেই জওয়ানের ৪৬ শতাংশ শো দখল হয়ে গিয়েছে৷ শহর কলকাতাতেও চড়ছে জওয়ানের পারদ৷ এ শহরে ইতিমধ্যেই ৬৬% শো দখল হয়ে গিয়েছে৷ হায়দরাবাদেও ৬২% শতাংশ শো ‘জওয়ান’-এর হাতের মুঠোয়৷