advertisement
চার বছর পর মুখ্য ভূমিকায় ফিরছেন শাহরুখ৷ তাঁকে শেষ দেখা গিয়েছিল জিরোতে, যা মুক্তি পায় ২০১৮-য়। আগামী বছরের ২৫ জানুয়ারি পাঠান মুক্তি পাওয়ার কথা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি মুম্বই, স্পেন এবং দুবাইয়ে শুট করা হয়েছে। এটি জনের সঙ্গে শাহরুখের প্রথম ছবি চিহ্নিত করে।
জন্মদিনে রয়েছে আরও এক চমক, রুপোলি পর্দায় ফের দেখা যাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ)। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি। যশ রাজ ফ্লিম ২ নভেম্বর শাহরুখ খান-অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আবার রিলিজ করবে৷ নিজের সোশ্য়াল মিডিয়াতে পোস্ট করেছে প্রোডাকশন কোম্পানী। সিনেমার ইতিহাসে দীর্ঘতম চলমান চলচ্চিত্র৷ এটি YRF বানিয়েছে, তাই তাঁরা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে পুনরায় মুক্তি দেবে।